Higher secondary education chapter Wise suggetion।দ্বাদশ শ্রেণী শিক্ষাবিজ্ঞান অধ্যায় ভিত্তিক সাজেশন 2022



দ্বাদশ শ্রেণী শিক্ষাবিজ্ঞান অধ্যায় ভিত্তিক সাজেশন 2022।

Higher secondary education chapter Wise suggetion


TABLE:-

দ্বাদশ শ্রেণীর শিক্ষা বিজ্ঞান সাজেশন ২০২২। দ্বাদশ শ্রেণীর এডুকেশন সাজেশন । উচ্চমাধ্যমিক শিক্ষা বিজ্ঞান অধ্যায় ভিত্তিক সাজেশন ২০২২। শিখন অধ্যায়ের সাজেশন ২০২২।শিখন কৌশল অধ্যায়ের সাজেশন 2022। সকল অধ্যায় এর শিক্ষা বিজ্ঞান সাজেশন 



 শিক্ষা বিজ্ঞান প্রথম অধ্যায় :- 

শিখন অধ্যায়ের সকল সাজেশন 

1. ক্ষমতা কাকে বলে? থাস্টোনের বহু উপাদান তত্ত্ব চিত্রসহ ব্যাখ্যা কর।

2. মনোযোগ বলতে কি বোঝো? শিক্ষাক্ষেত্রে মনোযোগের ভূমিকা মূল্যায়ন করো! মনোযোগের বস্তুগত নির্ধারক গুলি আলোচনা করো!

3. পরিনমন কাকে বলে? শিক্ষা ক্ষেত্রে পরিণমনের ভূমিকা আলোচনা করো!

4. সাধারণ মানসিক ক্ষমতা কাকে বলে? স্পিয়ারম্যানের দ্বি উপাদান তত্ত্বটি আলোচনা করো!

5. বুদ্ধির সংজ্ঞা লেখ! সাধারণ মানসিক ক্ষমতা ও বিশেষ মানসিক ক্ষমতার মধ্যে পার্থক্য গুলি আলোচনা করো!

6. প্রেষণা বলতে কী বোঝো? শিক্ষা ক্ষেত্রে প্রেষণার ভূমিকা গুলি আলোচনা করো! প্রেষণা হ্রাসের কারণ গুলি কি কি তা লেখ ।

7. গিলফোর্ড এর বুদ্ধি তত্ত্বটি সংক্ষেপে লেখ! এই তত্বের উপযোগিতা গুলি কি কি?

8. আগ্রহ কাকে বলে? শিক্ষাক্ষেত্রে আগ্রহের গুরুত্ব সংক্ষেপে আলোচনা করুন!


শিক্ষা বিজ্ঞান দ্বিতীয় অধ্যায়:-

শিখন কৌশল অধ্যায়ের সকল সাজেশন

1. স্কিনার বক্স কি? সংক্ষেপে স্কিনার বক্স এর পরীক্ষাটি বর্ণনা করো! থর্নডাইকের প্রচেষ্টা ও ভুলের শিখন কৌশল তত্ত্বটি আলোচনা করো

2. শিক্ষা ক্ষেত্রে প্রাচীন অনুবর্তন এর গুরুত্ব লেখ। অপবর্তন কাকে বলে?

3. থনডাইকের শিখনের মূলসূত্র গুলি কি কি? শিক্ষাক্ষেত্রে যেকোনো দুটি মূলসূত্র গুরুত্ব আলোচনা কর।

4. সক্রিয় অনুবর্তন কাকে বলে? এর বৈশিষ্ট্য লেখ

5.শিক্ষাক্ষেত্রে সক্রিয় অনুবর্তন এর ভূমিকা মূল্যায়ন করো

6. অন্তর্দৃষ্টি কাকে বলে? অন্তর্দৃষ্টি মূলক শিখন সম্পর্কিত সুলতান নামক শিম্পাঞ্জির নিয়ে পরীক্ষাটি বর্ণনা করো! শিখন কৌশল এর শিক্ষাগত প্রয়োগ লেখ?


শিক্ষা বিজ্ঞান তৃতীয় অধ্যায়

শিক্ষায় রাশিবিজ্ঞান অধ্যায়ের সকল সাজেশন

এইখানে রসিবিজ্ঞানের অঙ্ক আছে সেগুলো একটু দেখবে




শিক্ষা বিজ্ঞান পঞ্চম অধ্যায়:-

বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশন সকল সাজেশন

1. বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশনের গ্রামীণ বিশ্ববিদ্যালয় সংক্রান্ত সুপারিশ গুলি আলোচনা করো?

2. স্বাধীন ভারতের প্রথম শিক্ষা কমিশন কোনটি? এই কমিশনের সুপারিশ অনুসারে উচ্চ শিক্ষার লক্ষ্য গুলি সংক্ষেপে আলোচনা করো!


শিক্ষা বিজ্ঞান ষষ্ঠ অধ্যায় :-

 মাধ্যমিক শিক্ষা কমিশন সকল সাজেশন

1. মুদালিয়ার কমিশনের মতে মাধ্যমিক শিক্ষার লক্ষ্য ও উদ্দেশ্য গুলি আলোচনা করো?এ প্রসঙ্গে সপ্ত প্রবাহ এর ধারণা বর্ণনা করো

2. মাধ্যমিক শিক্ষা কমিশনের মতে পরীক্ষা ও মূল্যায়ন ব্যবস্থা কিরূপ ছিল তা আলোচনা করো

3. মাধ্যমিক শিক্ষা কমিশনের সুপারিশ অনুযায়ী মাধ্যমিক শিক্ষার গঠন ও পাঠ্যসূচি আলোচনা করো! কমিশন প্রস্তাবিত বহুমুখী বিদ্যালয় ধারণা ব্যাখ্যা করো 


শিক্ষা বিজ্ঞান সপ্তম অধ্যায়

 কোঠারি কমিশন সকল সাজেশন

1.কোঠারি কমিশনের সুপারিশ অনুযায়ী মাধ্যমিক শিক্ষার উদ্দেশ্য ও লক্ষ্য গুলি আলোচনা করো! মাধ্যমিক শিক্ষা কাঠামো পাঠক্রম এর বর্ণনা দাও!

2. প্রাথমিক শিক্ষা সংক্রান্ত কোঠারি কমিশনের সুপারিশ আলোচনা করো! প্রাথমিক শিক্ষার উদ্দেশ্যে কাঠামো পাঠক্রম বিষয় আলোচনা করো!

3. মাধ্যমিক শিক্ষা সংক্রান্ত বিষয়ে কোঠারি কমিশনের সুপারিশ গুলি সংক্ষেপে লেখ!

4.

5.


শিক্ষা বিজ্ঞান অষ্টম অধ্যায়ের সাজেশন 2022

 1. জাতীয় শিক্ষানীতি এর মূল উদ্দেশ্য গুলি আলোচনা করুন।

2. জাতীয় শিক্ষানীতিতে অপারেশন ব্ল্যাকবোর্ড ও নবোদয় বিদ্যালয় গঠনের ক্ষেত্রে কি কি সুপারিশ কথা বলা হয়েছে?

3. জাতীয় শিক্ষানীতি ও রামমূর্তি কমিটির পর্যালোচনায় পরিপ্রেক্ষিতে জনার্দন রেড্ডি কমিটি সুপারিশ গুলি আলোচনা করো


আরোও পড়ুন"" জীবন বিজ্ঞান মাধ্যমিক সাজেশন 2022। Madhyamik Life science suggetion 2022


শিক্ষা বিজ্ঞান দশম অধ্যায়  ।

 সর্বজনীন প্রাথমিক শিক্ষা অধ্যায়ের সাজেশন 

1. সর্বশিক্ষা মিশন কি? সর্বশিক্ষা মিশন সফল করতে পশ্চিমবঙ্গ রাজ্য সরকার এর দ্বারা গৃহীত দুটি উল্লেখযোগ্য পদক্ষেপ আলোচনা কর ।

2. বয়স্ক শিক্ষা বলতে কী বোঝো? বয়স্ক শিক্ষার লক্ষ্য গুলি কি কি তা লেখ।

3. সর্বজনীন প্রাথমিক শিক্ষার লক্ষ্যে পৌঁছানোর যে কোন চারটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ আলোচনা করো।

4. সর্বশিক্ষা অভিযানের যে কোন চারটি মূল উদ্দেশ্য লেখ।

5. সর্বজনীন প্রাথমিক শিক্ষার জন্য প্রয়োজনীয় কয়েকটি পদক্ষেপ আলোচনা করো।

6. সর্বশিক্ষা অভিযানে বিদ্যালয়ের ভূমিকা আলোচনা করো।

7. বয়স্ক শিক্ষাকে সফল করার জন্য কি কি কর্মসূচি গ্রহণ করা হয়েছে তা নিজের ভাষায় লেখ।

8. শিক্ষা সর্বজনীন কোন সমস্যা গুলি আলোচনা করো। 

শিক্ষা বিজ্ঞান একাদশ অধ্যায় 

শিক্ষায় বিশ্বব্যাপী দৃষ্টিভঙ্গি অধ্যায়ের সাজেশন 2022

1. জ্ঞানার্জনের শিক্ষার উদ্দেশ্য পূরণে বিদ্যালয়ের ভূমিকা সংক্ষেপে আলোচনা করুন ।

2. মানুষ হয়ে ওঠা শিক্ষার -উদ্দেশ্য পূরণে বিদ্যালয়ের ভূমিকা সংক্ষেপে আলোচনা করো।

3. কর্মের জন্য শিক্ষা"এই উদ্দেশ্য পূরণের জন্য বিদ্যালয়ের ভূমিকা সংক্ষেপে আলোচনা করুন।

4. একত্রে বসবাসের জন্য শিক্ষা"কিভাবে শিক্ষা দ্বারা উদ্দেশ্য পূরণ সম্ভব?

দ্বাদশ শিক্ষায় প্রযুক্তির ভূমিকা অধ্যায়ের সাজেশন 2022

5. শিক্ষায় প্রযুক্তি বিজ্ঞানের অবদান সংক্ষেপে আলোচনা করুন।

6. শিক্ষা ক্ষেত্রে প্রযুক্তির ব্যবহার গুলি সংক্ষেপে লেখ।

7. কম্পিউটারের শিক্ষামূলক উপযোগিতা গুলি লেখ।

8. শিক্ষা প্রযুক্তি বিদ্যা যে কোন চারটি সুবিধা সংক্ষেপে আলোচনা করো।


আমাদের বক্তব্য:-

আরোও নতুন নতুন প্রশ্ন পত্র ও সাজেশন পেতে আমাদের সাথে যুক্ত থাকুন ।আমরা চেষ্টা করবো তোমাদের পরীক্ষা আরও সহজ করে তুলতে ।যদি তোমাদের কোনো প্রশ্ন থাকে তাহলে আমাদের কমেন্ট বক্স এ জানতে পারবেন ।আমরা যথারীতি তোমাদের প্রশ্নের উত্তর দেব । এছাড়া আমাদের সাথে যুক্ত থাকতে আমাদের আমাদের পেজে ফল করুন। পেজ এর নাম bangla news। 



0 Response to "Higher secondary education chapter Wise suggetion।দ্বাদশ শ্রেণী শিক্ষাবিজ্ঞান অধ্যায় ভিত্তিক সাজেশন 2022"

Post a Comment

Thank you

Iklan Atas Artikel

Iklan Tengah Artikel 1

Iklan Tengah Artikel 2

Iklan Bawah Artikel