দ্বাদশ শ্রেণীর বাংলা অধ্যায় ভিত্তিক সাজেশন 2022


দ্বাদশ শ্রেণীর বাংলা অধ্যায় ভিত্তিক সাজেশন 2022

           HS BANGLA SAGGETION   2022।          

              POST CREATE BY SK SOHEB



**দ্বাদশ শ্রেণীর বাংলা বড়ো প্রশ্নের সাজেশন 2022

১। অনধিক ১৫০ শব্দে যে-কোনো একটি প্রশ্নের উত্তর দাও :


* ১.১ ‘ওটা পাশবিক স্বার্থপরতা’ –বক্তা কে? কোন্ কাজকে পাশবিক স্বার্থপরতা বলা হয়েছে?


১.২ 'তাহলে উচ্ছবের বুকে শত হাতির বল থাকত আজ'—কী হলে উচ্ছবের বুকে বল থাকত? উচ্ছবের চরিত্রটির পরিচয় দাও।



২। অনধিক ১৫০ শব্দে যে-কোনো একটি প্রশ্নের উত্তর দাও :

২.১ ‘শিকার’ কবিতাটির প্রথম স্তবকে ব্যবহৃত উপমাগুলি ব্যাখ্যাসহ আলোচনা করো।

২.২ ‘কেন ভালোবাসা, কেন বা সমাজ/কীসের মূল্যবোধ!’-ভালোবাসা, সমাজ ও মূল্যবোধ নিয়ে কবির মনে এসব প্রশ্ন জেগে ওঠার কারণ ব্যাখ্যা করো।


৩। অনধিক ১৫০ শব্দে যে-কোনো একটি প্রশ্নের উত্তর দাও :


৩.১ 'আচ্ছা তা হলে একটা লভসিন করা যাক’—কেন তারা লভসিনের পরিকল্পনা করেছিল? লভসিনটির বর্ণনা দাও?


৩.২ ‘আমাদের দিন ফুরিয়েছে'—কে, কোন্ প্রসঙ্গে এই উক্তি করেছেন? বক্তার এই উপলব্ধির কারণ ব্যাখ্যা করো।


৪। অনধিক ১৫০ শব্দে যে-কোনো একটি প্রশ্নের উত্তর দাও :


৪.১ ‘পড়তে জানে এমন এক মজুরের প্রশ্ন’—কবিতাটির নামকরণের সার্থকতা বিশ্লেষণ করো।

৪.২ “উনি রীতিমত হতভম্ব।'—উনি কে? হতভম্ব হওয়ার কারণ কী?


৫। অনধিক ১৫০ শব্দে যে-কোনো একটি প্রশ্নের উত্তর দাও :


৫.১ চেংমানের মাথায় আকাশ ভেঙে পড়ে।'—চেংমান কে? কেন তার মাথায় আকাশ ভেঙে পড়েছিল?


৫.২ সাম্ভালবাড়ি থেকে কীভাবে লেখক বক্সা জেলখানায় পৌঁছেছিলেন তা 'মেঘের গায়ে জেলখানা' রচনা অবলম্বন করে লেখো। ৬। অনধিক ১৫০ শব্দে যে-কোনো একটি প্রশ্নের উত্তর দাও :

৬। অনধিক ১৫০ শব্দে যে-কোনো একটি প্রশ্নের উত্তর দাও :

৬.১ শব্দার্থ পরিবর্তনের ধারা ক-টি ভাগে বিভক্ত ও কী কী? যে-কোনো দুটি ধারার উদাহরণ সহ পরিচয় দাও।


৬.২ উদাহরণসহ ধ্বনিমূল এবং সহধ্বনির সম্পর্ক নির্ণয় করো। ৭। অনধিক ১৫০ শব্দে যে-কোনো দুটি প্রশ্নের উত্তর দাও :

৭। যেকোনো দুটি প্রশ্নের উত্তর দাও

৭.১ বাংলা গানের ধারায় অতুলপ্রসাদ সেনের অবদান আলোচনা করো।

৭.২ বাংলা চিত্রকলার ইতিহাসে নন্দলাল বসুর অবদান আলোচনা করো।

৭.৩ বাংলা বিজ্ঞান চর্চার ইতিহাসে মেঘনাদ সাহার অবদান আলোচনা করো।

৭.৪ কবাডির ইতিহাস সংক্ষেপে আলোচনা করো।



৮। নিম্নলিখিত যে-কোনো একটি বিষয় নির্বাচন করে, নির্দেশ অনুসারে কমবেশি ৪০০ শব্দের মধ্যে একটি প্রবন্ধ রচনা করোঃ

 ৮.১ নিম্নে প্রদত্ত মানস-মানচিত্র অবলম্বনে একটি প্রবন্ধ রচনা করো :



৮.২. প্রদত্ত অনুচ্ছেটিকে প্রস্তাবনা বা ভূমিকা স্বরূপ গ্রহণ করে বিষয়ের গভীরে প্রবেশ করে পরিণতি দানের মাধ্যমে একটি পূর্ণাঙ্গ প্রবন্ধ রচনা করো


                      শান্তি ও ঐক্য

ইতিহাসের পর্বে পর্বে ঐক্য ও সমন্বয়ের সন্ধান করেছে মানুষ নানা পথে, অত:পর শান্তিই পথ, অহিংসাই সংগ্রামের অস্ত্র, জ্ঞ বিকল্প নেই। অন্যপথে আছে বিচিত্র ছলনা, অপধর্মের উত্তেজনা, ক্ষমতার আকর্ষণে দুর্নীতির দুর্ভেদ্য অরণ্যে আত্মঘাতী বিচরণ, সেই বৃহত্তর ঐক্য ও উদ্ধারের সম্ভাবনা, আলোকিত ভবিষ্যতের প্রতিশ্রুতি ঐক্য ও শান্তি আজ একই সূত্রে গ্রথিত।


৮.৩ প্রতিপক্ষের যুক্তির অসারতা প্রমাণ করে স্বপক্ষে যুক্তিক্রম বিন্যাস করে প্রবন্ধ রচনা করো।

বিতর্কের বিষয় : মোবাইল ফোন আজকের জীবনে অপরিহার্য। মতের পক্ষে : বর্তমানে জীবনযাত্রা খুব গতি সম্পন্ন। সময় খুবই কম, এই ব্যস্ততার মধ্যে মানুষের ঘরে বসে ফোন করা বা হ্যায় সময় নেই। তাই মোবাইল ফোন খুব দরকার। বিশ্ব এখন হাতের মুঠোয়। ইন্টারনেটের সঙ্গে প্রতিমুহূর্তে মানুষের যোগাযোগ দরকার। মোবাইল ফোনে পথচলতি মানুষ তার দরকার মেটায়। বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় যোগাযোগ করতে হলে মোবাইল ফোন ছাড়া গতি নেই। মোবাইল ফোন তাই আধুনিক জীবনে অপরিহার্য। মানুষের সর্বক্ষণেরর সঙ্গী সে।



            শরৎচন্দ্র চট্টোপাধ্যায়

জন্ম : ১৮৭৬ খ্রিস্টাব্দের ১৫ সেপ্টেম্বর।

পিতা ও মাতা : মতিলাল চট্টোপাধ্যায়, ভুবনমোহিনী দেবী।

শিক্ষাজীবন : ১৮১৪ খ্রিস্টাব্দে এনট্রান্স পাস। উল্লেখযোগ্য উপন্যাস দেবদাস, গৃহদাহ, চরিত্রহীন, শ্রীকান্ত, পথের দাবী ইত্যাদি। বিখ্যাত ছোটোগল্প : লালু, মহেশ, অভাগীর স্বর্গ, মন্দির।

সাহিত্যচর্চা : 'মন্দির' গল্পের জন্য 'কুন্ডলীন' পুরস্কার, ত্রিশটি উপন্যাস।

স্বীকৃতি : ১৯২৩-জগত্তারিণী স্বর্ণপদক, কথাশিল্পী আখ্যা।

মৃত্যু : ১৯৩৮ খ্রিস্টাব্দের ১৬ জানুয়ারি।



 SORRY MCQ GULO DITE PARINI

দ্বাদশ শ্রেণীর বাংলা MCQ ও SAQ প্রশ্নের সাজেশন 2022

২। অনধিক ২০টি শব্দে প্রশ্নগুলির উত্তর দাও :

HS 2015 QUESTION PAPER AND ANSWER: CLICK HERE

২.১ ‘বিড়াল’ শব্দটির সমার্থক শব্দ কী?

২.২ পাঁচ ভাগে কাঠ কেটে উচ্ছব কাঠগুলি কোথায় রেখে আসে?

২.৩ ‘এখনও আগুন জ্বলছে তাদের’—আগুনকে কবি কীসের সঙ্গে তুলনা করেছেন?

২.৪ সাত বছরের যুদ্ধে কে জিতে ছিল?

অথবা, ‘সেকালে ঘনঘন ‘সাকা’ হত”–‘সাকা’ হলে কী করতে হত?

২.৫ ‘মাতালের এই হচ্ছে বিপদ'—মাতালের বিপদ কী?. অথবা, ‘এটাই হল বড়ো কথা'—বড়ো কথাটি কী?

২.৬ “খালি সে ধাক্কা দিয়ে বেড়ায়?” –কে খালি ধাক্কা দিয়ে বেড়ায়? অথবা, রজনী বাবু কোথায় ঘুমিয়ে পড়েছিলেন?

২.৭ মহুয়ার দেশ কীসের প্রতীক?

২.৮ ‘ভারতবর্ষ’ গল্পে কটি চায়ের দোকানের কথা বলা হয়েছে?

২.৯ ‘জেগে উঠিলাম'—কে জেগে উঠলেন?

২.১০ কবি কাকে ‘শীতের দুঃস্বপ্ন’ বলেছেন?

২.১১ বর্ণনামূলক সমাসের আরেক নাম কী?

২.১২ তুলনামূলক ভাষাবিজ্ঞানের সূত্রপাত কে করে ছিলেন?








0 Response to "দ্বাদশ শ্রেণীর বাংলা অধ্যায় ভিত্তিক সাজেশন 2022"

Post a Comment

Thank you

Iklan Atas Artikel

Iklan Tengah Artikel 1

Iklan Tengah Artikel 2

Iklan Bawah Artikel