মডেল অ্যাক্টিভিটি টাস্ক বাংলা ও স্বাস্থ্য ও শারীর শিক্ষা চতুর্থ শ্রেণি জানুয়ারি 2022


মডেল অ্যাক্টিভিটি টাস্ক বাংলা ও স্বাস্থ্য ও শারীর শিক্ষা চতুর্থ শ্রেণি জানুয়ারি 2022 




মডেল অ্যাক্টিভিটি টাস্ক বাংলা চতুর্থ শ্রেণি জানুয়ারি 2022 :-




চতুর্থ শ্রেণির বাংলা প্রশ্নের উত্তর 2022:-

১. ঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো :

১.১ কবি ‘দিলখোলা' হয়েছেন যার উপদেশে

(ক) আকাশ

(গ) বাতাস

(খ) বায়ু

(ঘ) খোলা মাঠ

১.২ আপন তেজে জ্বলতে কবিকে মন্ত্রণা দিয়েছে

(খ) মাটি

(ক) সাগর

(গ) সূর্য

(ঘ) ঝরনা

১.৩ কবি পাষাণের থেকে দীক্ষা পেয়েছেন—


(ক) সহিষ্ণু হতে

(খ) কর্মী হতে

(গ) কঠোর হতে

(ঘ) উদার হতে


২. নীচের প্রশ্নগুলির একটি বাক্যে উত্তর দাও :


২.১ ‘আমায় দিল ভিক্ষা'। – কবি কোন ভিক্ষার কথা এক্ষেত্রে বলেছেন?

উত্তর:-এখানে সকল জ্ঞানের কথা বলেছে।

২.২ ‘মৌন’ শব্দের অর্থ কী?

উত্তর:-নিরব

২.৩ কবি কার থেকে মধুর কথা বলার শিক্ষা লাভ করেছেন? 

উত্তর:- কবি এখানে যাদের কাছ থেকে হাসতে ও মধুর কোথা বলতে শিখেছে

৩. নীচের প্রশ্নগুলির সংক্ষিপ্ত উত্তর দাও :


৩.১ ‘সবার আমি ছাত্র’ কবিতায় কবি বায়ুর থেকে কোন মন্ত্র লাভ করেছেন?

উত্তর:-সবার আমি ছাত্র কবিতাই কবি বায়ুর কাছ 
থেকে কর্মী হওয়ার মন্ত্র পাই।


৩.২ সাগর কবিকে ইঙ্গিতে কোন শিক্ষা দিয়েছে?

উত্তর:- সাগর তার ইঙ্গিতে  শিখিয়েছেন যে তার রত্ন আকর হয়।

৩.৩ ‘সন্দেহ নাই মাত্র’। – কোন বিষয়ে কবির বিন্দুমাত্র সন্দেহ নেই।

উত্তর:-সবার আমি ছাত্র কবিতার পাতায় পাতায় যা কিছু শিখেছি সেগুলো তো কোনো সন্দেহ নেই.

৪. নীচের প্রশ্নটির উত্তর নিজের ভাষায় লেখো :


‘বিশ্বজোড়া পাঠশালা মোর, / সবার আমি ছাত্র


– ‘সবার আমি ছাত্র’ কবিতায় সমগ্র বিশ্ব কীভাবে কবির পাঠশালা হয়ে উঠেছে তা আলোচনা করো।

উত্তর:-সবার আমি ছাত্র কবিতায় কবি এই পরিবেশে চাঁদপুর নদী পাহাড় পর্বত সাগর মানে পরিবেশের সমস্ত কিছু থেকে শিক্ষা লাভ করেছে এবং শিক্ষা লাভ করে সেটাকে বোঝার চেষ্টা করেছে এবং সঠিক পথে সঠিক নিয়মে চলতে শিখিয়েছে এবং সেট পরিবেশে জ্ঞান থাক
 তার কোনো ক্ষতি হয়নি বরং তার সুবিধা ও লাভ হয়েছে।


মডেল অ্যাক্টিভিটি টাস্ক স্বাস্থ্য ও শারীর শিক্ষা চতুর্থ শ্রেণি জানুয়ারি 2022 :-


মডেল অ্যাক্টিভিটি টাস্ক চতুর্থ শ্রেণি জানুয়ারি 2022 স্বাস্থ্য ও শারীর শিক্ষা


1। সঠিক উত্তরটি নির্বাচন কর শূন্যস্থান পূরণ করো:


ক) অসুখ করো বিচ্ছিরি ভাই, অসুখকে তাই________
চাই

উত্তর:- এড়াতে 

খ) আমাশয় বা______রোগে  ছেলেমেয়ে বড় ভোগে

উত্তর:- পেটের

গ) ঈষৎ আলোয় পড়তেও নেই_______ক্ষতি করতে নেই

উত্তর:- চোখের

ঘ) উচ্চ রক্তচাপ এর ফলে, পাতে কি_____খাওয়া চলে

উত্তর:- প্রোটিন ও

ঙ) ঋতু বদল খেয়াল রেখো______তখন থেকো.

উত্তর:- সাবধানেতে

চ)__________ জিনিসটা কি নতুন করে বলবেন তাকি

উত্তর:- ও. আর . এস

ছ) ওষুধ যদি খেতে চাও______আগে দেখাও

উত্তর:- ডাক্তারকে

জ) ঘুমাতে ভাই যখনি যাও_______টাঙ্গিয়ে নাও

উত্তর:- মশারি টা

ঝ)______দেওয়ার সব খাবার কিনে মরতে কি চাও দিনে দিনে।

উত্তর:- রঙ

ঞ) চোখের রোগের ধরন নানা ছানি পড়া বা________

উত্তর:- রাতকানা

ট) ছাতু ছোলা যত খাবে_______ত ততই পাবে

উত্তর:- প্রোটিন

ঠ) জিভে যখন ময়লা জমে______তখন কমে

উত্তর:-হজমশক্তি

ড) ঝরনার জল কাজে লাগে শরীর________ভালো রাখে

উত্তর:- স্বাস্থ্য


ঢো) টাটকা__________খেয়ে তো নাও, সুস্থ যদি থাকতে চাও।

উত্তর:-খাবার

শব্দ ঝুড়ি: এরাতে, পেটের, চোখের, নুন, সাবধানে তে, ওআরএস, ডাক্তারকে, মশারিটা, রং, রাতকানা, প্রোটিন, হজম শক্তি, স্বাস্থ্য, খাবার, জলাভাব।




0 Response to "মডেল অ্যাক্টিভিটি টাস্ক বাংলা ও স্বাস্থ্য ও শারীর শিক্ষা চতুর্থ শ্রেণি জানুয়ারি 2022"

Post a Comment

Thank you

Iklan Atas Artikel

Iklan Tengah Artikel 1

Iklan Tengah Artikel 2

Iklan Bawah Artikel