দ্বাদশ শ্রেণীর ইতিহাস অধ্যায় ভিত্তিক সাজেশন 2022।Higher secondary history suggetion 2022



দ্বাদশ শ্রেণীর ইতিহাস অধ্যায় ভিত্তিক সাজেশন 2022।Higher secondary history suggetion 2022

প্রিয় পাঠক গণ আজ আমি তোমাদের সুবিধার জন্য ইতিহাসের অধ্যায় ভিত্তিক সাজেশন নিয়ে হাজির হয়েছি ।আজ আমি তোমাদের ইতিহাসের সকল অধ্যায় থেকে কিছু কিছু কমন সাজেশন দিয়েছি ।তোমাদের আমি যেই গুলো সাজেশন দিয়েছি সেগুলো তোমাদের উচ্চমাধ্যমিক 2022 ফাইনাল এক্সাম এ আসার চান্স আছে ।


TABLE:-

১.অতীত স্মরণ অধ্যায়
২.ঊনবিংশ ও বিংশ শতকের উপনিবেশবাদ ও সাম্রাজ্যবাদ এর সংস্থাপন
৩.উপনিবেশিক কর্তৃত্বের প্রকৃতি : নিয়মিত অনিয়মিত সাম্রাজ্য অধ্যায়
৪.সাম্রাজ্যবাদী আধিপত্যের বিরুদ্ধে প্রতিক্রিয়া অধ্যায়
৫.ঔপনিবেশিক ভারতের শাসন অধ্যায়
৬.দ্বিতীয় বিশ্বযুদ্ধ ও উপনিবেশ সমূহ অধ্যায়

ইতিহাস অতীত স্মরণ অধ্যায়ের সাজেশন 2022

1. জাদুঘর কাকে বলে? অতীত পুনর্গঠনে জাদুঘরের ভূমিকা লেখ?

2. অতীতকে স্মরণ করার ক্ষেত্রে কিংবদন্তি বা মিথ এবং স্মৃতিকথার ভূমিকা লেখ?

3. লিজেন্ড (পুরাকাহিনি বলতে কী বোঝো)? পেশাদারি শাখা হিসেবে ইতিহাসের গুরুত্ব আলোচনা করো!

4. দুটি শিল্প জাদুঘরের নাম লেখ। জাদুঘর এর প্রকারভেদ আলোচনা কর তা বর্ণনা করো ?

5. ইতিহাস রচনায় স্মৃতিকথার গুরুত্ব কি? পেশাদারি শাখা হিসেবে ইতিহাসের গুরুত্ব লেখ?

6. লোককথা কাকে বলে? অতিত সময়কে তুলে ধরার ক্ষেত্রে লোক কথার  ভূমিকা বিশ্লেষণ করো


ইতিহাস ঊনবিংশ ও বিংশ শতকের উপনিবেশবাদ ও সাম্রাজ্যবাদ এর সংস্থাপন অধ্যায়ের সাজেশন 2022

1. উপনিবেশবাদ বলতে কী বোঝো? উপনিবেশ স্থাপনের কারণগুলি লেখ?

2. সাম্রাজ্যবাদ বলতে কী বোঝো? সাম্রাজ্যবাদ উদ্ভবের কারণ গুলি কি?

3. উপনিবেশবাদ ও সাম্রাজ্যবাদ বিষয়ে হবসন লেনিন এর তত্ত্ব আলোচনা কর?

4. উপনিবেশবাদের সঙ্গে সাম্রাজ্যবাদের সম্পর্ক লেখ?

5. নয়া উপনিবেশবাদ কি? নয়া উপনিবেশবাদের বৈশিষ্ট্য গুলি লেখ?

ইতিহাস উপনিবেশিক কর্তৃত্বের প্রকৃতি : নিয়মিত অনিয়মিত সাম্রাজ্য অধ্যায়ের সাজেশন 2022

1. ইস্ট ইন্ডিয়া কোম্পানির আমলে ভারতের ভূমি রাজস্ব ব্যবস্থার বর্ণনা দাও

2. পলাশী ও বক্সারের যুদ্ধের কারণ ও ফলাফল লেখ

3. ইস্ট ইন্ডিয়া কোম্পানির সাথে নবাব সিরাজউদ্দৌলা সম্পর্কে লেখ

6. ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির আমলে ভারতের ভূমি রাজস্ব ব্যবস্থার সংক্ষিপ্ত পরিচয় দাও

7. ক্যান্টন বাণিজ্যের প্রধান বৈশিষ্ট্য গুলি লেখ? এই বাণিজ্যের অবসানের কারণ আলোচনা করো?

8. ভারতের রেলপথ স্থাপনের ঘটনা এ দেশের অর্থনীতিতে প্রভাব ফেলেছিল?

9. কে কবে চিরস্থায়ী বন্দোবস্ত প্রবর্তন করে? চিরস্থায়ী বন্দোবস্তের কারণ ও ফলাফল লেখ

আরোও পড়ুন:-দ্বাদশ শ্রেণীর বাংলা অধ্যায় ভিত্তিক সাজেশন 2022


**ইতিহাস সাম্রাজ্যবাদী আধিপত্যের বিরুদ্ধে প্রতিক্রিয়া অধ্যায়ের সাজেশন 2022

1. চীনের চৌঠা মে আন্দোলনের কারণ ও প্রভাব লেখ

2. শিক্ষা ও সমাজ সংস্কার হিসেবে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর ও রাজা রামমোহন রায়ের ভূমিকা আলোচনা করো

3. বাংলায় নবজাগরণের প্রকৃতি আলোচনা কর সীমাবদ্ধ সহ

4. আলীগড় আন্দোলন সম্পর্কে নিজের ভাষায় লেখ।

4. চিরস্থায়ী বন্দোবস্তের সুফল ও কুফল আলোচনা করো

5. ক্যান্টন বাণিজ্যের বৈশিষ্ট্য লেখ ?এই বাণিজ্য বন্ধ হয়ে যায় কেন?

6. ভারতের রেলপথ প্রবর্তন এর উদ্দেশ্য ও প্রভাব লেখ?

7. মুসলিম সাম্রাজ্যের অগ্রগতিতে আলীগড় আন্দোলন বা সৈয়দ আহমদ খান এর অবদান লেখ?

8.ডিরোজিও এর নেত্রাধিনে নব্য বঙ্গ আন্দোলনের বিবরণ দাও? এ আন্দোলন কেন ব্যর্থ হয়েছিল!


ইতিহাস ঔপনিবেশিক ভারতের শাসন অধ্যায়ের সাজেশন 2022


1. মন্টেগু চেমসফোর্ড সংস্কার কি? এর বৈশিষ্ট্য লেখ

2. মিরাট ষড়যন্ত্র মামলা কি? এর প্রেক্ষাপট ও গুরুত্ব আলোচনা করো

3. রাওলাট আইনের উদ্দেশ্য শর্ত গুলি লেখ? এই আইনের বিরুদ্ধে জাতীয়বাদী পত্রিকা বর্ণনা করো

4. লগ্ন চুক্তি শর্ত গুলি  ও  গুরুত্ব লেখ 

5. জালিওনাবাগ এর হত্যাকান্ড প্রেক্ষাপট কারণসহ গুরুত্ব ও ভারতীয়দের প্রতিক্রিয়া আলোচনা কর 

6. 1935 সালের ভারত শাসন আইন সম্পর্কে যা জানো তা নিজের ভাষায় লেখ

7. বাংলায় পঞ্চাশের মন্বন্তরের কারণ ও প্রভাব গুলি লেখ?

8. রাওলাট আইনের উদ্দেশ্য শর্ত গুলি লেখ? গান্ধীজী কেন এই আইনের বিরোধিতা করেছিলেন.


ইতিহাস দ্বিতীয় বিশ্বযুদ্ধ ও উপনিবেশ সমূহ অধ্যায়ের সাজেশন 2022


1. হো চি মিনের নেতৃত্বে ভিয়েতনামের মুক্তিযুদ্ধের সংক্ষিপ্ত বর্ণনা দাও

2. কোন পরিস্থিতিতে ক্রিপস মিশন ভারতে আসে? ক্রিপস মিশনের প্রভাব ও ব্যর্থতার কারণ লেখ?

3. নৌ বিদ্রোহের কারণ ও ফলাফল লেখ?

4. মন্ত্রী মিশনের পরিকল্পনা কি ছিল? এর উদ্দেশ্য প্রভাব লেখ

5. ভারতছাড়ো আন্দোলনের প্রেক্ষাপট আলোচনা করো? এই আন্দোলনে নারীদের অংশ গ্রহন সম্পর্কে সংক্ষিপ্ত টীকা লেখ 

6. ভারতের স্বাধীনতা সংগ্রামে সুভাষচন্দ্র বসু ও আজাদ হিন্দ ফৌজের ভূমিকা লেখ।








1 Response to "দ্বাদশ শ্রেণীর ইতিহাস অধ্যায় ভিত্তিক সাজেশন 2022।Higher secondary history suggetion 2022"

Thank you

Iklan Atas Artikel

Iklan Tengah Artikel 1

Iklan Tengah Artikel 2

Iklan Bawah Artikel