জীবন বিজ্ঞান মাধ্যমিক সাজেশন 2022। Madhyamik Life science suggetion 2022



জীবন বিজ্ঞান মাধ্যমিক সাজেশন 2022।

Madhyamik Life science suggetion 2022





TABLE CONTENT:-


দশম শ্রেণীর জীবন বিজ্ঞান বড়ো প্রশ্নের সাজেশন 

1. উদ্ভিদ ও প্রাণীর সাইটোকাইনেসিস এর পার্থক্য লেখ। মানব বিকাশের দুটি দশা সম্পর্কে ব্যাখ্যা করো

2.ক্রোমোজোমের রাসায়নিক উপাদান গুলি উল্লেখ করো। অযৌন ও অঙ্গ জনন এর মধ্যে পার্থক্য লেখ ।

3. মেন্ডেলের এক সংকর জনন পরীক্ষা চেকার বোর্ড সহ উল্লেখ করো । পৃথকী ভবন সূত্রটি লেখ 

4. কৃষিক্ষেত্রে উদ্ভিদ হরমোনের ব্যবহারিক প্রয়োগ লেখ। উদ্ভিদ ও প্রাণী হরমোনের মধ্যে পার্থক্য লেখ

5. হিমোফিলিয়া রোগের দুটি জিনগত কারণ লেখ একজন স্বাভাবিক মহিলার সঙ্গে একজন হিমোফিলিয়া পুরুষের বিবাহ হলে সন্তানের ক্ষেত্রে যে প্রকাশ পাবে তা ছকের সাহায্যে দেখাও ।

6. জনুক্রম কাকে বলে? রেখাচিত্রের সাহায্যে ফার্নের জনুক্রম বোঝো?


আরোও পড়ুন"-দ্বাদশ শ্রেণীর ইতিহাস অধ্যায় ভিত্তিক সাজেশন 2022।Higher secondary history suggetion 2022


**জীবজগতে নিয়ন্ত্রণ ও সমন্বয়  SAQ সাজেশন ২০২২

1. প্রাণী হরমোন ও উদ্ভিদ হরমোনের দুটি পার্থক্য লেখ

2. স্নায়ুতন্ত্র ও হরমোন একটি সাদৃশ্য ও বৈসাদৃশ্য লেখ

3. ইনসুলিন কোথা থেকে ক্ষরিত হয়

4. মানবদেহের দুটি অন্তঃক্ষরা গ্রন্থির অবস্থান ও নিঃসৃত হরমোনের নাম লেখ।

5. জিব্বেরেলিন হরমোন এর উৎস ও কাজ লেখ।

6. চলন ও গমনের মধ্যে দুটি পার্থক্য লেখ.

7. ট্যাকটিক ও ন্যাস্টিক চলন এর মধ্যে তিনটি পার্থক্য লেখ.


**জীবনের প্রবাহমানতা SAQ সাজেশন ২০২২

2. নিষেক কাকে বলে? ও কি কি

3. DNA ও RNA এর মধ্যে তিনটি পার্থক্য লেখ

4. অঙ্গজ জননের দুটি সুবিধা লেখ।

5. প্রাণী ও উদ্ভিদ কোষের গঠনগত পার্থক্য লেখ

6. পরাগ যোগ কাকে বলে? কয় প্রকার 

7. বৃদ্ধি ও বিকাশের মধ্যে তিনটি পার্থক্য লেখ


বংশগতি এবং কয়েকটি সাধারণ জিনগত রোগ SAQ সাজেশন ২০২২

1. মেন্ডেলের প্রথম সূত্র বা পৃথকীকরণ সূত্রটি কি তা লেখ

2. বংশগতি কি?

3.বিশুদ্ধ ও সংকর জীব বলতে কী বোঝো?

4. অসম্পূর্ণ প্রকটতার গুরুত্ব কি

5. জিনোটাইপ কাকে বলে উদাহরণসহ?

6. মানুষের বন্ধতার প্রকারভেদ গুলি লেখ?



জীবজগতে নিয়ন্ত্রণ ও সমন্বয় MCQ সাজেশন 

১. উত্তেজনায় জীবের সাড়া দেওয়া ধর্ম কে কি বলে?

উত্তর:-উত্তেজিতা

২. জীবের একই স্থানে আবদ্ধ থেকে অঙ্গ সঞ্চালন কে

উত্তর:-চলন বলে

৩. সার্কুলেশন বা আবর্তন গতি দেখা যায়

উত্তর:-কুমড়োর কান্ড রুমে

৪. নিচের কোন প্রাণীটি গমনে অক্ষম :- 

উত্তর:-সাগর কুসুম

৫. জুঁইফুল কম আলোতে ফোটে এবং বেশি আলুতে বন্ধ হয়ে যায় এটি কি প্রকার চলন 

উত্তর:-ফটনাস্টিক চলন

৬. উদ্ভিদের মূলের চলন সাধারণত কোন দিকে হয়

উত্তর:-অভিকর্ষের অনুকূলে

৭.অ্যামিবার গমন অঙ্গের নাম কি

উত্তর:-ক্ষণপদ

৮. কোন পেশি মাছের গমনে সাহায্য করে

উত্তর:-মায়োটোম পেশি

৯. পায়রার ডানার বড় পালকের (রেমিজেস) সংখ্যা কয়টি

উত্তর:-23 টি

১০. মানুষের গমনের সময় কানের কোন অংশ ভারসাম্য নিয়ন্ত্রণে সাহায্য করে 

উত্তর:-অর্ধচন্দ্রাকার নালী

১১. সচল অস্থিসন্ধির  সংযোগস্থলে কি রস থাকে?

উত্তর:-সাইনোভিয়াল তরল

১২. বেশি অবসাদ দেখা যায় নিম্নলিখিত জমা হওয়ার ফলে

উত্তর:-ল্যাকটিক অ্যাসিড

১৩. ইউগ্লিনা গমন অঙ্গ হল 

উত্তর:-ফ্লাজেলা

১৪. সিলিয়ারি গতি দেখা যায় 

উত্তর:-অ্প্যারামেসিয়াম এর

১৫. কোনটি রোটেটর পেশী 

উত্তর:-পাইরিফরমিস পেশি।


জীবন বিজ্ঞান ছোটো প্রশ্ন

১. প্রকরণ চলন কোথায় দেখা যায়?

উত্তর:-বনচাঁড়াল এর 

২. শৈবালের আলোর দিকে চলন কে কি বলা হয়?

উত্তর:-ফটো ট্যাকটিক চলন

৩. লজ্জাবতী লতা পাতায় স্পর্শ করা মাত্র পত্রগুলি বন্ধ হয়ে যায় এটি কি প্রকার চলন?

উত্তর:-সিসমোন্যাস্টিক চলন 

৪. অ্যামিবার গমন অঙ্গ কে কি বলে?

উত্তর:-অ্যামিবয়েড গতি

৫. কোন উদ্ভিদের ক্ষণপদ থাকে

উত্তর:-মেক্রম আইসিসি নামক উদ্ভিদে 

৬. কোন প্রাণীর সিলিয়ারি গমন দেখা যায়?

উত্তর:-প্যারামেসিয়াম প্রাণীর

৭. ফ্লাজেলা কোন প্রাণীর গমন অঙ্গ?

উত্তর:-ইউগ্লিনা

৮. মাছের গমন অঙ্গের নাম কি?

উত্তর:-পাখনা

৯. মাছের জোর পাখনা গুলি কি কি?

উত্তর:-বক্ষ পাখনা ও শ্রেণী পাখনা

১০. মাছের গমন কে কোন ধরনের গমন বলা হয়?

উত্তর:-সন্তরণ

১১. রেমিজেসের সংখ্যা কয়টি ও কার দেখা যায়?

উত্তর:-23 টি । এটি পায়রার দেখা যায়।


জীবজগতে নিয়ন্ত্রণ ও সমন্বয় অধ্যায়ের বড়ো প্রশ্নের সাজেশন ২০২২

১. চলন ও গমন কাকে বলে? গমনের উদ্দেশ্য কি?

২. চলন ও গমনের মধ্যে পার্থক্য লেখ। 

৩.বল ও সকেট সন্ধির উদাহরণ দাও 

৪. পায়রার উন্নয়নে উড্ডয়ন পেশির ভূমিকা

৫. প্রকরণ চলন কাকে বলে উদাহরণ দাও

৬. অ্যামিবয়েড গমন কাকে বলে সংজ্ঞা ও উদাহরণ দাও।

৭. ন্যাস্টিক চলন এর প্রকারভেদ করে প্রত্যেকের সংজ্ঞা ও উদাহরণ দাও।

৮. অ্যামিবার গমন পদ্ধতি আলোচনা করো। মানুষের দ্বিপদ গমন পদ্ধতি আলোচনা করো।









0 Response to "জীবন বিজ্ঞান মাধ্যমিক সাজেশন 2022। Madhyamik Life science suggetion 2022"

Post a Comment

Thank you

Iklan Atas Artikel

Iklan Tengah Artikel 1

Iklan Tengah Artikel 2

Iklan Bawah Artikel