দ্বাদশ শ্রেণীর দর্শন বিষয়ের অধ্যায় ভিত্তিক সাজেশন 2022।Higher secondary Philosophy Chapter Wise suggetion 2022



দ্বাদশ শ্রেণীর দর্শন বিষয়ের অধ্যায় ভিত্তিক সাজেশন 2022 

Higher secondary  Philosophy Chapter Wise suggetion 2022

সবাই কে জানাই আমার তরফ থেকে ওয়েলকাম ।আজ তোমাদের জন্য আমি দর্শনের সংশোধিত সিলেবাস সাজেশন 2022  নিয়ে এসেছি । যেগুলো উচ্চ মাধ্যমিক পরীক্ষা 2022 আসার চান্স আছে ।তাই তোমরা ভালো করে দেখ সাজেশন গুলো ।


বাদ দেয়া দর্শন সিলেবাস ২০২২:-  

১. যুক্তি ২. প্রাকল্পিক ও বৈকল্পিক ন্যায় ৩. কারণ ৪. আরোহমূলক দোষ 

দ্বাদশ শ্রেণী ফিলোসফি সাজেশন 2022। উচ্চমাধ্যমিক দর্শন বিষয়ের সাজেশন । অধ্যায় ভিত্তিক সাজেশন 2022। উচ্চমাধ্যমিক দর্শনের সকল অধ্যায়ের সাজেশন । দর্শনের  বাদ দেয়া সিলেবাসের সাজেশন 2022।দর্শন সিলেবাস অনুযায়ী সাজেশন 2022



বচন  SAQ প্রশ্নের সাজেশন

১. বচন কাকে বলে?

২. নিরপেক্ষ বচন বলতে কী বোঝো?

৩. একটা উদাহরণ দিয়ে নিরপেক্ষ বচনের অংশ গুলি দেখাও?

৪. নিরপেক্ষ বচনের গুণ ও পরিমাণ বলতে কী বোঝো?

৫. গুণ ও পরিমাণ অনুযায়ী নিরপেক্ষ বচনের শ্রেণীবিভাগ করো?

৬. বচনের সংযোগের কাজ কি?

৭. উদাহরণ সহযোগে নিরপেক্ষ বচন ও সাপেক্ষ বচন এর মধ্যে পার্থক্য দেখাও

৮. বাক্য ও বচনের মধ্যে পার্থক্য আলোচনা করো

৯. নিন্মলিখিত বাক্যগুলো তর্কবিদ্যা সম্মত বচনে রূপান্তরিত করে গুণ ও পরিমাণ নির্ণয় করো 

১.১ অধিকাংশ মানুষ জ্ঞানী । ১.২ লোকে কদাচিৎ সত্য কথা বলে। ১.৩ কেবল ছাত্ররাই সৎ । ১.৪ সব গোলাপ লাল নয় । ১.৫ নিরামিষ আলি বাগ নেই । ১.৬ কদাচিৎ স্বার্থপর ব্যক্তিরা অপরকে সাহায্য করে । ১.৭ কেউই কাজটি করতে পারেনি । ১.৯ কেবলমাত্র সাধুরা সব

।১.১০ জনপ্রিয় প্রচারক সর্বদা দুঃখ যুক্তিবিদ হয় না ।১.১১ কেবল পরিশ্রমীরা হয় সফল হয় । ১.১২ শিশুরা ছাড়া আর কেউ সরল নয় । ১.১৩ বৃত্তাকার বর্গক্ষেত্র নেই ।


১০. নিচের বাক্যগুলোকে তর্কবিদ্যা সম্মত বচনে রূপান্তরিত করো ও তাদের কোন কোন পদ ব্যাপ্য পদ ও অব্যাপ্য তা উল্লেখ করুন ।

1. সাদা হাতি আছে । রাজনীতিবিদরা কদাচিৎ সৎ হন। নিরামিষ বাঘ নেই । সদ ব্যাক্তিরা সর্বদা সুখী হয় না। বৃত্ত কখনো ত্রিভুজ হয় না । কেবলমাত্র ছাত্ররাই বৃত্তির জন্য আবেদন করতে পারে। যে কেউ এ কাজ করতে পারে। কাঁচা আম সাধারণত টক হয়। অমেরুদন্ডী প্রাণীর স্তন্যপায়ী হতে পারে না । সবাই সাধু নয় যারা গির্জায় যায় ।


** বচনের বিরোধিতা ও বিরূপতা  SAQ 

১. বচনের বিরোধিতা কাকে বলে

২. বচনের বিরোধিতা দুটি শর্ত লেখ

৩. বচনের বিরোধিতা আবশ্যিক শর্ত কি

৪. বিরুদ্ধ বিরোধিতা বলতে কী বোঝো

৫. বিরুদ্ধ বিরোধিতার মূল শর্ত গুলি কি কি তা উল্লেখ করো

৬. অধীন বিপরীত বিরোধিতার একটি দৃষ্টান্ত দাও

৭. বিরুদ্ধ বিরোধিতার দৃষ্টান্ত দাও একটি

৮. অসম বিরোধিতার একটি দৃষ্টান্ত দাও

৯. বিপরীত বিরোধিতা ও বিরুদ্ধ বিরোধিতার মধ্যে দুটি পার্থক্য লেখ

১০. সকল মানুষ হয় বিচারবুদ্ধি সম্পন্ন জীব"--বচন এর বিপরীত বিরোধি বচন কি হবে ?

১১. কোন কোন মানুষ হয় বিচারবুদ্ধি সম্পন্ন""-বচন এর অধীন বিপরীত বিরোধি বচন উল্লেখ করো?

১২. কোনো মানুষ নয় সৎ !'অসাম বিরোধী বচনটি কি হবে ।

১৩. অসম বিরোধিতা সত্যতা নিয়মটি লেখ 


 অমাধ্যম অনুমান SAQ সাজেশন

১. অমাধ্যম অনুমান কাকে বলে

২. দৃষ্টান্তসহ করে মাধ্যম এবং অমাধ্যম অনুমানের মধ্যে পার্থক্য লেখ

৩. আবর্তন বলতে কি বোঝো

৪. সরল আবর্তন ও সীমিত আবর্তন এর মধ্যে পার্থক্য উল্লেখ করো

৫. এ বচনে সরল আবর্তন হয় না কেন

৬. কোন ক্ষেত্রে কি এ বচনে সরল আবর্তন সম্ভব

৭. ও বচনের আবর্তন সম্ভব নয় কেন

৮. নিষেধ মূলক আবর্তন বলতে কী বোঝো ? এপ্রকার আবর্তন কি বৈধ?


** নিরপেক্ষ ন্যায় SAQ সাজেশন

১. উদাহরণসহ ব্যাখ্যা করো

ক) অব্যপো হেতু দোষ (খ) দুটি আশ্রয় বাক্য নর্থক হলে তার থেকে কোন সিদ্ধান্ত পাওয়া যায় না।

২. নিম্নলিখিত বিষয়গুলি সম্পর্কে উপযুক্ত উদাহরণ সহকারে সংক্ষিপ্ত টীকা লেখ 

(ক) নিরপেক্ষ ন্যায় (খ) চতুষ্পদ ঘটিত দোষ

৩. নিরপেক্ষ ন্যায়ের সংস্থান সম্পর্কে সংক্ষেপে ব্যাখ্যা করো

৪. নিরপেক্ষ ন্যায়ের সাধক পক্ষ পদ এবং হেতু পদের কাজ সম্পর্কে সংক্ষেপে ব্যাখ্যা করো

৫. উদাহরণসহ ব্যাখ্যা করো:- ক) অব্যক্ত হেতু দোষ খ) দুটি আশ্রয় বাক্য নর্থ হলে তার থেকে কোন সিদ্ধান্ত পাওয়া যায় না 

৬. উদাহরণ সহকারে সংক্ষিপ্ত টীকা লেখ:- ক) অনেকার্থ হেতু দোষ খ) অবৈধ পক্ষ দোষ 


উপপাদ্য ও তার প্রমাণ SAQ সাজেশন

১. A বচন কেবলমাত্র প্রথম সংস্থানের সিদ্ধান্ত হতে পারে

২. ন্যায় এর নিম্নোক্ত সাধারণত নিয়মগুলি প্রমাণ করো

দুটি নঙর্থক হেতু বাক্য থেকে কোন সিদ্ধান্ত পাওয়া যায় না। অথবা, দুটি আশ্রয় বাক্য নর্থ হলে তার থেকে কোন সিদ্ধান্ত পাওয়া যায় না।



বুলীয় ভাষ্য অ ভেনচিত্র SAQ সাজেশন

১. বুলীয় ভাষ্য অনুযায়ী A বচনের প্রতীকায়িত আকার কি? অথবা A নিরপেক্ষ বচনের বুলিও ব্যাখ্যা কি?

২. 'O' বচনের বুলিও ভাষ্য কি হবে?

৩. ভেনচিত্রের দুটি পরস্পর ছেদী বৃত্ত কয়টি শ্রেনীকে নির্দেশ করে?

৪. নিচের বচনটিকে ভেনচিত্রে প্রকাশ করুন _সকল মানুষ হয় মরণশীল! সকল দার্শনিক হয় জ্ঞানী! কোন কোন দার্শনিক নয় কবি।


সত্যাপেক্ষক বা অপেক্ষক SAQ সাজেশন


১. গ্রাহক কি? 

২. সং যৌগিক বচন কখন সত্য হয়?

৩. বৈকল্পিক বচন কখন মিথ্যা হয়?

৪. প্রাকল্পিক বচন কখন মিথ্যা হয়

৫. P >~P বচনাকার টি কখন মিথ্যা হবে ?

৬. সত্য সারণির সাহায্যে > ধ্রুবক এর সংজ্ঞা দাও ।


আরোহ অনুমানের স্বরূপ SAQ ১

১. আরোহ অনুমান সংক্রান্ত ঝাঁপ কাকে বলে

২. আরোহ অনুমানের আকারগত ভিত্তি গুলি কি কি?

৩. অবৈজ্ঞানিক আরোহ কে লৌকিক আরোহ বলা হয় কেন?

৪. অবৈজ্ঞানিক আরোহ অনুমান কে কি মূল্যহীন বলা হয়?

৫. সাদৃশ্যমূলক আরোহ অনুমান কাকে বলে

৬. উপমা যুক্তির ভিত্তি কি

৭. উপমা যুক্তির মূল্যায়নের একটি মানদণ্ড লেখ ।

৮. উপমা যুক্তির মূল্যায়নে সর্বাপেক্ষা গুরুত্বপূর্ণ মানদন্ড কি?

৯. একটি মন্দ উপমা যুক্তির উদাহরণ দাও?


মিলের পরীক্ষামূলক পদ্ধতি SAQ সাজেশন

১. দৃষ্টান্তসহ মিলের অন্বয়ী পদ্ধতি ব্যাখ্যা করো?

২. বন্যার পরে মহামারী দেখা দিলে সুতারাং বন্যায় মহামারীর কারণ। উপরের দৃষ্টান্ত কোন পদ্ধতি প্রয়োগ করা হয়েছে সেটি ব্যাখ্যা করো?

৩. মিলের ব্যতিরেকী পদ্ধতির ব্যাখ্যা করো (সংজ্ঞা, আকার, দৃষ্টান্ত, সুবিধা, অসুবিধা)

৪. অপটিক্যাল লোভে আঘাত অন্ধত্ব নিয়ে যায়। সুতরাং অপটিক্যাল লাভ হল দৃষ্টান্ত শক্তির কারণ । উত্তর দৃষ্টান্ত মিলের কোন পদ্ধতি অনুসরণ করা হয়েছে? পদ্ধতি ব্যাখ্যা করো।

৫. একটি বায়ুশূন্য স্থানে কখন ঘটনা ধ্বনি শোনা যায় না। সুতরাং বায়ুর উপস্থিতির শব্দ শোনার কারণ। পদ্ধতিটি ব্যাখ্যা করো।


অমাধ্যম অনুমান SAQ সাজেশন 

১. অমাধ্যম অনুমান কাকে বলে?

২. আবর্তন কাকে বলে?

৩. আবর্তনের ব্যাপ্যতা সংক্রান্ত নিয়ম টি লেখ?

৪. আবর্তন এর যেকোনো দুটি নিয়ম উল্লেখ করো?

৫.A বচনের সরল আবর্তন একটি ব্যস্ত দৃষ্টান্ত দাও?

৬. সকল মানুষ হয় বিচারবুদ্ধি সম্পন্ন জীব! বচনের আবর্তন করো

৭. আবর্তন করো;-কেবলমাত্র ধার্মিকরাই সুখী

৮. নিচের বাচন টির আবর্তন করে বিবর্তন করো! কোন চোর নয় সৎ ব্যক্তি।

৯. ব্যবর্তন বা বিবর্তন বা প্রতিবর্তন কাকে বলে?

১০. বিবর্তন কে অমাধ্যম অনুমান বলা হয় কেন?

১১. বিরুদ্ধ পদ কাকে বলে

১২. বিবর্তনের বৈধতার গুন সংক্রান্ত নিয়ম টি কি?











0 Response to "দ্বাদশ শ্রেণীর দর্শন বিষয়ের অধ্যায় ভিত্তিক সাজেশন 2022।Higher secondary Philosophy Chapter Wise suggetion 2022"

Post a Comment

Thank you

Iklan Atas Artikel

Iklan Tengah Artikel 1

Iklan Tengah Artikel 2

Iklan Bawah Artikel