ফেব্রুয়ারি মডেল অ্যাক্টিভিটি টাস্ক বাংলা চতুর্থ শ্রেণি। ফেব্রুয়ারি মডেল অ্যাক্টিভিটি টাস্ক আমাদের পরিবেশ চতুর্থ শ্রেণি।


ফেব্রুয়ারি মডেল অ্যাক্টিভিটি টাস্ক বাংলা চতুর্থ শ্রেণি।

ফেব্রুয়ারি মডেল অ্যাক্টিভিটি টাস্ক আমাদের পরিবেশ চতুর্থ শ্রেণি।



১.ঠিক উত্তরটা বেছে নিয়ে লিখ:- 

১.১ বনে ধারে আছে মস্ত-------- 

ক) নদী।  খ্) পাহাড়।  গ) মাঠ    ঘ) গর্ত 

উত্তর:- খ) পাহাড় 

১.২ ছাগলছানা দেখা প্রথম বড় জন্তুটি  হল------- 

ক) ভালুক  খ) বাঘ।   গ) সিংহ।   ঘ) ষাড়

উত্তর:- ঘ) ষাড়

১.৩ শিয়াল রাক্ষস ভেবেছে------- 

ক) বাঘ কে।   খ) ছাগলছানা।    গ) ষাড়কে    ঘ) ভাল্লুক কে 

উত্তর:-খ) ছাগলছানা।  


২. নিচের প্রশ্নগুলির একটি বাক্যে উত্তর দাও:- 

২.১ ছাগলছানা কোথায় থাকতো? 

উত্তর:- যেখানে মাঠের পাশে বন আছে আর বনের ধারে মস্ত পাহাড় আছে সেই খানে একটা গর্তের ভিতরে ছাগলছানা থাকতো ।

২.২ গর্তের বাইরে যেতে চাইলে ছাগল ছানার মাতাকে কি বলতো?

উত্তর:-গর্তের বাইরে যেতে চাইলে ছাগল ছানার মাতা কে বলতো “যাসনে ! ভালুকে ধরবে, বাঘে নিয়ে যাবে, সিংহে খেয়ে খেয়ে ফেলবে”

২.৩ তুমি যাও আমি কাল যাব"-ছাগলছানা কেন একথা বলেছিলেন?

উত্তর:-বনের ভিতর চমৎকার ঘাস খেয়ে ছাগল ছানার পেট এমন ভারি হয়ে পড়েছিল যে, সে আর চলতে পারছিল না তাই সে প্রশ্নে উদ্ধৃত কথাটি বলেছিল


৩. নিচের প্রশ্নগুলির সংক্ষিপ্ত উত্তর দাও:- 

৩.১ গর্তের ভিতর কে ও ?'এই প্রশ্নের উত্তরের ছাগলছানা কি বলেছিল?

উত্তর:-গর্তের ভেতর কে ও উত্তরে ছাগলছানা বলেছিল এই প্রশ্নের

লম্বা লম্বা দাড়ি ঘন ঘন নারী।সিংহের মামা আমি নরহরি দাস পঞ্চাশ বাঘে মোর এক-এক গ্রাস ! 


৩.২ শুনেই তো ভয়ে বাঘের প্রাণ উড়ে গিয়েছে।'-বাঘ ভয় পেয়েছে কেন?

উত্তর:-বাঘ শিয়াল কে লেজের সঙ্গে বেঁধে শিয়ালের গর্তের কাছে এলে ছাগলছানা দূর থেকে তাদের দেখতে পায় । তাদের দেখে ছাগলছানা বুদ্ধি করে শিয়ালকে বলে

“দূর হতভাগা তোকে দিলাম দশ বাঘের কড়ি এক বাঘ নিয়ে এলি লেজে দিয়ে দড়ি

এই কথা শুনে বাঘ ভয় পেয়ে যায় । কারণ সে ভেবেছিল শিয়াল থাকে ফাঁকি দিয়ে নরহরি দাসকে খেতে দেওয়ার জন্যই তাকে নিয়ে এসেছে । !

৩.৩ বাঘের উপর শিয়ালের রাগ হয়েছিল কেন?

উত্তর:-নরহরি দাসের (ছাগলছানার) কথা শুনে ভয়ে বাঘের প্রাণ উড়ে গিয়েছিল । ফলে সে পঁচিশ হাত লম্বা এক লাফ দিয়ে তার লেজে বাধা শিয়াল কে নিয়ে দৌড়াতে থাকে । সেই কারণে শিয়াল মাটিতে আছাড় খেয়ে, কাটার আঁচড় খেয়ে, ক্ষেতের আলে ঠোক্কর খেয়ে প্রায় আধমরা হয়ে পড়েছিল । বাঘ মামার এই ব্যবহারের ফলে শেয়ালের যায় যায় অবস্থা হয়ে গিয়েছিল বলেই বাঘের উপর রাগ হয়েছিল ।

৪. নিচের প্রশ্নটির উত্তর নিজের ভাষায় লেখ:- 

নরহরি দাস গল্প ছাগলের বুদ্ধির পরিচয় কিভাবে ফুটে উঠেছে :-

উপেন্দ্রকিশোর রায়চৌধুরীর লেখা “নরহরি দাস” গল্পে দেখা যায় বনের ভিতর বেশি পরিমাণে ঘাস খেয়ে ছাগলছানা টি আর চলতে না পারায় একটি শিয়ালের গর্তে আশ্রয় নেয় । গর্তের ভিতর থেকে সে শিয়াল কে দেখেও ভয় না পেয়ে নিজেকে সিংহের মামা নরহরি দাস বলে পরিচয় দেয় । কোন চেনা জন্তুর নাম উচ্চারণ করলে শিয়াল তার মিথ্যা ধরে ফেলত । তাই সে নরহরি দাস এর নাম নিয়ে শিয়ালের মনে আতঙ্ক তৈরি করেছিল। সেই সঙ্গে সে এক গ্রাসে পঞ্চাশটা বাঘ খেতে পারে বলে শিয়ালের ভয় আরো বাড়িয়ে দিয়েছিল । এইভাবে বাঘের সামনে সে শিয়াল কে উদ্দেশ্য করে বলে যে তাকে দশ বাঘের কড়ি দিলেও সে মাত্র একটি বাঘ নিয়ে এসেছে


আরোও পড়ুন""-মডেল অ্যাক্টিভিটি টাস্ক দ্বিতীয় শ্রেণি ।মডেল অ্যাক্টিভিটি টাস্ক দ্বিতীয় শ্রেণি স্বাস্থ্য ও শারীর শিক্ষা 2022

মডেল অ্যাক্টিভিটি টাস্ক চতুর্থ শ্রেণীর আমাদের পরিবেশ।


১. ঠিক উত্তর টি নির্বাচন করুন:- 

১.১ দাঁড়িপাল্লা আর বাটখারা দিয়ে কোন বস্তুর জামাত হয় তা হল ----- 

ক) আকৃতি।    খ) ভর।      গ) দৈর্ঘ্য।       ঘ) আয়তন 

 উত্তর:- খ) ভর

১.২ কঠিন থেকে তরলে বস্তুর অবস্থান পরিবর্তনের একটি উদাহরণ হল:- 

ক) জল থেকে বরফ হাওয়া  খ) জল থেকে বাষ্প হওয়া 

গ) বাষ্প থেকে জল হওয়া।   ঘ) বরফ থেকে জল হওয়া!

উত্তর:- ঘ) বরফ থেকে জল হওয়া ।

১.৩ পেরেক সাধারণত যে পদার্থ দিয়ে তৈরি হয় তা হল 

ক) কাচ।      খ) লোহা।      গ) কাগজ।   ঘ) প্লাস্টিক

উত্তর:- খ) লোহা 


২. একটি বাক্যে উত্তর দাও:- 

২.১ চাল থেকে কাকর কিভাবে আলাদা করবে?

উত্তর:- কুলো নিয়ে ছেড়ে ছেড়ে চাল থেকে কাকর আলাদা করা হয়

২.২ কঠিন ,তরল ,আর গ্যাস---এদের মধ্যে কোনটি নিজস্ব আকার আছে?

উত্তর:- কঠিনের 

২.৩ গ্যাস ছড়িয়ে পড়ে----একটি উদাহরণ দাও?

উত্তর:- মশা মারার জন্য দোয়া দেওয়া হয় সেটা ছরিয়ে পড়ে। নর্দমায় ব্লিচিং পাউডার দিলে তার গন্ধ বেরোয়।

৩. একটি বা দুটি বাক্যে উত্তর দাও? 

৩.১ নুন জল থেকে নুন কা আলাদা করবে কিভাবে?

উত্তর:- নুন জলটা যদি একটা থালায় ফেলে দেওয়া হয় তাহলে দুপুরের রোদে রেখে দেওয়া হয় তাহলে জল ডুবে যাবে নুনটা পরে থাকবে

৩.২ গ্যাসের ভর আছে----একটি উদাহরণের সাহায্যে বুঝিয়ে দাও?

উত্তর:-রান্নার জন্য যে সিলিন্ডার ব্যবহার করা হয় যেটা দেখে বোঝা যায় যে গ্যাসের ভর আছে কারণ শেষ সিলিন্ডার যখন আনা হয় তখন তার ভর অনেক থাকে এবং রান্না করতে থাকলে তার ভর বা সিলিন্ডার অনেক হালকা হয়ে যায়।

৩.৩ পদার্থ বলতে কী বোঝো?

উত্তর:-যার কিছুটা ভর আছে যে কিছুটা জায়গা নেই তাকে আমরা পদার্থ বলে থাকি

৪. দুটি বা তিনটি বাক্যে উত্তর দাও 

৪.১ মেঘ কিভাবে তৈরি হয়?

উত্তর:-সাগর ও নদীর বাষ্পীভূত পানি উপরে উঠে ঠাণ্ডা ও ঘনীভূত হয়ে পানির বিন্দুতে পরিণত হয়, যাদের অনেকগুলো বিন্দু একত্রিতত হয়ে মেঘ সৃষ্টি করে। 





0 Response to "ফেব্রুয়ারি মডেল অ্যাক্টিভিটি টাস্ক বাংলা চতুর্থ শ্রেণি। ফেব্রুয়ারি মডেল অ্যাক্টিভিটি টাস্ক আমাদের পরিবেশ চতুর্থ শ্রেণি।"

Post a Comment

Thank you

Iklan Atas Artikel

Iklan Tengah Artikel 1

Iklan Tengah Artikel 2

Iklan Bawah Artikel