মডেল অ্যাক্টিভিটি টাস্ক দ্বিতীয় শ্রেণি।মডেল অ্যাক্টিভিটি টাস্ক দ্বিতীয় শ্রেণি স্বাস্থ্য ও শারীর শিক্ষা 2022


মডেল অ্যাক্টিভিটি টাস্ক দ্বিতীয় শ্রেণি ।

মডেল অ্যাক্টিভিটি টাস্ক দ্বিতীয় শ্রেণি স্বাস্থ্য ও শারীর শিক্ষা 2022

সূচিপত্র:- 

মডেল অ্যাক্টিভিটি সংযোগ স্থাপনে সক্ষমতা 
মডেল অ্যাক্টিভিটি সমন্বয় সাধনের সক্ষমতা
মডেল অ্যাক্টিভিটি সমস্যা সমাধানের সক্ষমতা
মডেল অ্যাক্টিভিটি মানসিক ও শারীরিক সমন্বয় সক্ষমতা
মডেল অ্যাক্টিভিটি দ্বিতীয় শ্রেণি স্বাস্থ্য ও শারীর শিক্ষা ।


টেবিল:-

ফেব্রুয়ারি মডেল অ্যাক্টিভিটি টাস্ক বাংলা  
ফেব্রুয়ারি মডেল অ্যাক্টিভিটি টাস্ক সাস্থ্য ও শিক্ষা ।
ফেব্রুয়ারি মডেল অ্যাক্টিভিটি টাস্ক ইংলিশ 2022।
ফেব্রুয়ারি মডেল অ্যাক্টিভিটি টাস্ক গণিত 2022 ।


সংযোগ স্থাপনে সক্ষমতা

১.নিচের অংশটি পর প্রশ্নের উত্তর দাও:-  

আজ আদ্যনাথ বাবুর কন্যার বিয়ে-তার শল্য পুরের বাড়িতে। কন্যার নাম শ্যামা, বরের নাম বৈদ্যনাথ। বরের বাড়ি অহল্যা পাড়ায়। তিনি আর তার ভাই সৌম্য পাটের ব্যবসা করে, তারেক ভাই ধম্যনাথ কলেজে পড়ে আর রম্যনাথ স্কুলে পড়ে।


ক) শ্যামার বিয়ে কোথায় হচ্ছে?

উত্তর:-অহল্যা পাড়ায়

খ) বৈদ্যনাথের ভাইদের নাম কি?

উত্তর:-সৌম্য, ধম্যনাথ, রম্যনাথ

গ) পাটের ব্যবসা কে করে?

উত্তর:-পাটের ব্যবসা আদ্যনাথ বাবু ও তাঁর ভাই সম্যনাথ

 

             সমন্বয় সাধনের সক্ষমতা


২।match column A with column B 


        A.                                           B

      Hair.                                     Yellow

      Yolk.                                     Green

      Grass.                                   Black 


Answer:- 

hair------------------------ Black

Yolk-------------------------Yellow

Grass----------------------Green


সমস্যা সমাধানের সক্ষমতা:- 

৩। শূন্যস্থানে সংখ্যা বসাও:- 

উত্তর:- 3 < 5 > 4 < 8


মানসিক ও শারীরিক সমন্বয় সক্ষমতা:- 



মডেল অ্যাক্টিভিটি টাস্ক দ্বিতীয় শ্রেণীর স্বাস্থ্য ও শারীর শিক্ষা

1। ঠিক উত্তরটি বেছে নিয়ে শূন্যস্থান পূরণ করো:- 

ক) কাশি ও হাচির সময়__________ রুমাল চাপা দিতে হবে।

উত্তর:-নাকেও মুখে

খ) পানি ও রান্না জল____________হাওয়া চাই।

উত্তর:-স্বচ্ছ গন্ধহীন ও নিরাপদ

গ) খাবার ঢাকা না থাকা_____________________।

উত্তর:-বিপদের

ঘ) রান্না ও পরিবেশনের আগে অবশ্য করে________ নিতে হবে ।

উত্তর:-হাত ভালোমতো সাবান জল দিয়ে ধুয়ে!

ঙ) নিয়মিত কাপড় কাচা সাবান ব্যবহার করে________________জল দিয়ে কাপড় কাচতে হবে.

উত্তর:- পরিসর

চ) শরীরের চর্ম রোগের সমস্যা এড়াতে_____________

উত্তর:-সর্বদা নিজের পরিচ্ছন্নতা বজায় রাখতে

ছ) বাইরে থেকে এলে অবশ্যই__________সাবান দিয়ে ধুয়ে

উত্তর:- হাত ও পা

ঝ)__________ তোলার ময়লাতে  কৃত্রিম ডিম থাকতে পারে। তাই নিয়মিত নখ কাটা দরকার।

উত্তর:-নখের

ঞ) পড়ার উপযোগী আলো কম থাকলে______ক্ষতি হয়!

উত্তর:- চোঁখের

ট) মুখের ভিতরে যত্ন নিতে হলে_______পরিষ্কার করতে হবে!

উত্তর:-জিম ও মারীসহ মুখের ভিতর সমস্ত অংশ






0 Response to "মডেল অ্যাক্টিভিটি টাস্ক দ্বিতীয় শ্রেণি।মডেল অ্যাক্টিভিটি টাস্ক দ্বিতীয় শ্রেণি স্বাস্থ্য ও শারীর শিক্ষা 2022"

Post a Comment

Thank you

Iklan Atas Artikel

Iklan Tengah Artikel 1

Iklan Tengah Artikel 2

Iklan Bawah Artikel