উচ্চমাধ্যমিক ইতিহাসের প্রশ্নপত্র উত্তরসহ 2019


 


**উচ্চমাধ্যমিক ইতিহাসের প্রশ্নপত্র উত্তরসহ 2019



              উচ্চমাধ্যমিক ইতিহাস প্রশ্ন পত্র 2019

যে-কোনো পাঁচটি প্রশ্নের উত্তর দাও (প্রতিটা খন্ড থেকে ন্যূনতম দুটি প্রশ্নের উত্তর আবশ্যক) :

                              ■ খণ্ড-‘ক’ ॥


(i) মিউজিয়ামের (জাদুঘরের প্রকারভেদ আলোচনা করো। (ii) উপনিবেশবাদ বলতে কী বোঝো? এর সঙ্গে সাম্রাজ্যবাদের সম্পর্ক নির্ধারণ করো।


(iii) ভারতে রেলপথ প্রবর্তনের উদ্দেশ্য ও প্রভাব আলোচনা করো।


অথবা, ক্যান্টন বাণিজ্যের প্রধান বৈশিষ্ট্যগুলি কী ছিল? এর বাণিজ্যের অবসান কেন ঘটে? 

(iv) সমাজ ও শিক্ষাসংস্কারে রাজা রামমোহন রায়-এর অবদান মূল্যায়ন করো।


                              ■ খণ্ড-'খ' -


(v) লক্ষ্ণৌ চুক্তির শর্তাবলী উল্লেখ করো। এই চুক্তির গুরুত্ব সম্পর্কে সংক্ষেপে আলোচনা করো।


(vi) ১৯৪৬-এর নৌবিদ্রোহের কারণ ও তাৎপর্য লেখো।


(vii) ১৯৫০-এর দশকে আন্তর্জাতিক রাজনীতিতে কমিউনিস্ট চিনের প্রভাব নিরুপণ করো।


অথবা, টুম্যান নীতি ও মার্শাল পরিকল্পনা সংক্ষেপে আলোচনা করো। 

(viii) বাংলাদেশের মুক্তিযুদ্ধের সংক্ষিপ্ত পরিচয় দাও। এই যুদ্ধে ভারতের ভূমিকা কী ছিল?


                      পার্ট-বি (মার্কস: 40


***উচ্চমাধ্যমিক ইতিহাসের MCQ প্রশ্নপত্র 


1. প্রতিটি প্রশ্নের বিকল্প উত্তরগুলির মধ্যে থেকে সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো :

 (1) বৈজ্ঞানিক ইতিহাস চর্চার জনক' বলা হয়

(a) থুকিডিডিসকে (b)হেরোডোটাসকে  (c) সু-মা-কিয়েনকে (d) ইবন খালদুনকে

(ii) উত্তমাশা অন্তরীপ সর্বপ্রথম প্রদক্ষিণ করেন

(a) কলম্বাস (b) ম্যাগেলান (c) বার্থোলোমিউ ডিয়াজ

(d) ভাস্কো-ডা-গামা

(iii) বন্দিবাসের যুদ্ধ হয়েছিল

(a) ১৭৬০ সালে (b) ১৭৬৫ সালে (c) ১৭৭০ সালে। (d) ১৭৭২ সালে

(iv) কোন গভর্নর জেনারেল এর আমলে ‘মেকলে মিনিটস' গৃহীত হয়?

(a) ওয়ারেন হেস্টিংস (b) ক্যানিং (c) ডালহৌসি  d) বেন্টিঙ্ক

(v) শুদ্ধি আন্দোলন শুরু করেন

(a) স্বামী দয়ানন্দ সরস্বতী (b) কেশবচন্দ্র সেন  (c) শ্রীনারায়ণ গুরু (d) স্বামী বিবেকানন্দ

(vi) ত্রিপুরী কংগ্রেসের সভাপতি নির্বাচিত হন।

(a) জহরলাল নেহরু (b) ড: সীতারামাইয়া (c) সুভাষচন্দ্র বসু (d) বল্লভভাই প্যাটেল

(vii) ইন্ডিয়া উইনস্ ফ্রিডম'-এর লেখক

(a) সুভাষচন্দ্র বসু (b) নেহৰু (c) মহাত্মা গান্ধি।  (d) মৌলানা আবুলালাম

(viii) স্তম্ভ-১ এর সাথে স্তম্ভ-২ মেলাও :


(i) হিরোশিমা                    (A) জাপান

(ii) থাকিন নু।                   (B) কুয়োমিং-টাং

(iii) পার্ল হারবার।     (C) দোবাম অ্যাসোসিয়েশন

(iv) চিয়াং কাইশেক    ( D)   মার্কিন যুক্তরাষ্ট্র


ix) পঞ্চশীল নীতি স্বাক্ষরিত হয় ভারত ও

a)পাকিস্তানের মধ্যে b)রাশিয়ার মধ্যে c)চীনের মধ্যে d)তিব্বতের মধ্যে


x) সুয়েজ খাল জাতীয়করণ করেন

A)নাসির b)জেনারেল নেগুইবc) বুলগানিন d )টিকটক

xi) নিয়ন্ত্রিত গণতন্ত্র ধারণাটি কোন ব্যাক্তির সঙ্গে সম্পর্কিত

a) সুকর্ণ b) হো চি মিন c) সুহার্ত d) নেলসন ম্যান্ডেলা

xii) এস এ পি টি এ এর সম্পূর্ণ নাম

a) সাউথ অ্যাসোসিয়েশন পেরিফেরাল ট্রেড এগ্রিমেন্ট

b) সাউথ আফ্রিকান প্রেফেরেন্টিয়াল ট্রেড এগ্রিমেন্ট

c) সেনেগাল এন্ড পর্তুগাল ট্রেড এগ্রিমেন্ট

d) স্পেন এন্ড পর্তুগাল ট্রেড এগ্রিমেন্ট

Xiii) মণিকুন্তলা সেন রচিত স্মৃতিকথার নাম

a) একাত্তরের ডায়েরী b) আমি নেতাজীকে দেখেছি c) সেদিনের কথা d) জীবনের জলসাঘর

xiv)



xv) বাংলার প্রথম স্বাধীন নবাব কে ছিলেন

a) মুর্শিদকুলি খাঁ b) আলীবর্দী খাঁ c) সুজাউদ্দিন d) সিরাজউদ্দৌলা

xvi) পিটের ভারত শাসন আইন পাস হয়

a) 1773 সালে b) 1774 সালে c) 1783 সালে d) 1784 সালে

xvii) মোহামেডান অ্যাংলো ওরিয়েন্টাল কলেজ এর প্রথম অধ্যক্ষ কে ছিলেন

a) থিওডোর বেক b) স্যার সৈয়দ আহমেদ খান c) ইউসুফ আলী d) মৌলবী মমিন

xviii) মরলে মিন্টো সংস্কার আইন প্রবর্তিত হয়

a) 1906 সালে b) 1909 সালে c) 1915 সালে d) 1919 সালে

xix) পৃথক নির্বাচনের নীতি প্রবর্তিত হয় যে আইনের দ্বারা সেটি হল

a) ভারতীয় কাউন্সিল আইন 1892

b) 1909 সালে ভারত শাসন আইন

C) 1919 সালের ভারত শাসন আইন

D) ভারত শাসন আইন 1935

অথবা, অল ইন্ডিয়া ডিপ্রেসড ক্লাসেস কংগ্রেসের প্রতিষ্ঠাতা ছিলেন

a) মহাত্মা গান্ধী b) জ্যোতিবা ফুলে c) বি আর আম্বেদকর d) বিরসা লিঙ্গম পান্তুলু

xx) ক্যাবিনেট মিশনের সদস্য ছিলেন না

a) স্যার স্টাফোর্ড ক্রিপস b) লর্ড ওয়াভেল c) এবি আলেকজান্ডার d) লর্ড পেথিক লরেন্স

xxi) বার্লিন অবরোধ কারী দেশ হলো

a) ইংল্যান্ডb) ফ্রান্স c) রাশিয়া d) ইতালি

xxii) নাট্য গঠিত হয়

a)১৯৪৭ সালে b)১৯৫০ সালে c)১৯৫১ সালে d)১৯৫২ সালে

xxiv) আওয়ামী লীগ পার্টির প্রতিষ্ঠাতা ছিলেন

a) সুরাবর্দী b) ফজলুল হক c) শেখ মুজিবুর রহমান

d) জুলফিকার আলী ভুট্টো 

****উচ্চমাধ্যমিক ইতিহাসের SAQ প্রশ্নপত্র 

২. নিম্নলিখিত প্রশ্নগুলির সংক্ষেপে উত্তর দাও:-

১. সার্ক(SAARC) কি? 

২. স্বাধীন আলজেরিয়ার প্রথম রাষ্ট্রপতি কে ছিলেন?

৩. ফিদেল কাস্ত্রো কে ছিলেন?

৪. সুয়েজ সংকট সমাধানের জন্য কোন ভারতীয় বিদেশমন্ত্রী লন্ডন সম্মেলনে যোগ দেন?

৫. আজাদ হিন্দ বাহিনীর ঝাঁসির রানী ব্রিগেডের নেতৃত্ব কে দেন?

৬. রশিদ আলী দিবস কবে পালিত হয়?

৭. তাম্রলিপ্ত জাতীয় সরকারের সর্বাধিনায়ক কে ছিলেন?

৮. কে কবে সাম্প্রদায়িক বাঁটোয়ারা নীতি ঘোষণা করেন?

৯. মাহাদ মার্চ বলতে কী বোঝা যায়?

১০. রাওলাট সত্যাগ্রহ সূচনা কে করেন এবং কত খ্রিস্টাব্দে?

১১. মিরাট ষড়যন্ত্র মামলা বলতে কী বোঝায়?

১২. কে কবে রামকৃষ্ণ মিশন প্রতিষ্ঠা করেন?

১৩. 1924 থেকে 25 এর ভাইকম সত্যাগ্রহের নেতৃত্ব কে দেন?

১৪. 100 দিনের সংস্কার কি ছিল?

১৫. প্রার্থনা সমাজের প্রতিষ্ঠাতা কে?

১৬. কবে এবং কেন তাইপিং বিদ্রোহ সংঘটিত হয়?

১৭. দস্তক কি?

১৮. 1813 সালের সনদ আইন এর গুরুত্ব কী ছিল?

১৯. ভারতের কোথায় কোথায় পর্তুগিজ বাণিজ্য কুঠি গড়ে উঠেছিল?

২০. নতুন বিশ্ব বলতে কি বোঝা যায়?

২১. শ্বেতাঙ্গদের বোঝা বলতে কী বোঝানো হয়েছে?

২২. কোন দেশ মামলা দ্বীপপুঞ্জ নামে বিখ্যাত ছিল?


আরো নতুন নতুন সাজেশান ও question paper পেতে আমাদের ব্লগ টিকে ফলো করে আমাদের সাথে যুক্ত থাকুন তাহলে আপনারা সকল ধরনের সাজেশান ও কোয়েশ্চন আমাদের কাছ থেকে পেয়ে যাবেন ।


আরোও পড়ুন :- ''


আরোও পড়ুন :-''









 



















0 Response to "উচ্চমাধ্যমিক ইতিহাসের প্রশ্নপত্র উত্তরসহ 2019"

Post a Comment

Thank you

Iklan Atas Artikel

Iklan Tengah Artikel 1

Iklan Tengah Artikel 2

Iklan Bawah Artikel