PAN কার্ড কিভাবে বানাতে হয় ও PAN কার্ড বানাতে কি কি ডকুমেন্ট লাগে



PAN কার্ড কিভাবে বানাতে হয় ও PAN কার্ড বানাতে কি কি ডকুমেন্ট লাগে



১.pan কার্ড তৈরী করার নিয়ম স্টেপ বায় স্টেপ


তো কেমন আছেন সবাই আসা করি সবাই ভালো আছেন ।আজ আমরা একটা নতুন বিষয় নিয়ে আলোচনা করবো । বিষয় টা হচ্ছে pan card এর আবেদন কি ভাবে করতে হয় ।আজ আমরা pan card এর সন্বন্ধে সব কিছু জানবো ।কেনো pan card করতে হয়।pan card এর আবেদন করতে কি কি ডকুমেনটস লাগে।কিভাবে pan Card এর জন্য ফ্রম ফিলাপ করতে হয় ।তো আমার একটা কথা পোস্ট টি শেষ প্রযন্ত পারবেন আশা করি আর অন্য কোনো পোস্ট আপনাকে পড়তে হবে না ।

Pan card কি বা কিভাবে pan card করতে হয়?


Pan card হচ্ছে একটা একটা প্লাস্টিক কার্ড । যেখানে আপনার ফটো ও আপনার ডিটেইল থাকবে ।এবং আপনার signature থাকবে ।এটা ব্যাংকের লেনদেনের জন্য কাজে লাগে।এই pan card করতে আপনাকে যেকোন ক্যাফে গিয়ে সেখানে আবেদন করতে হয় ।

Pan card আমাদের কি কি কাজে লাগে:-


তো আপনি যে Pan card করবেন তো আপনার মনে প্রশ্ন থাকতেই পারে বা থাকবে Pan card করে কি লাভ হবে বা Pan card করলে কি কি সুবিধা আছে ।তো বলে দি pan card হচ্ছে মূলত আপনার ব্যাংক এর লেনদেন এর জন্য ।আমি ভালো করে বুঝিয়ে বলি ।

Pan card হচ্ছে আপনার ব্যাংকের টাকা লেনদেনের জন্য ।মানে ধরুন আপনি দিনে ২০ টাকা ছাড়াতে পারবেন যদি আপনার কাছে pan card থাকে তাহলে আপনি দিনে ৭০ হাজার টাকা ছাড়াতে পারবেন ।তাহলে আপনি বুঝতে পারছেন আপনার সুবিধা কি।

আপনি যদি Paytm ব্যাবহার করি হন তাহলে আপনার জন্য pan card খুবই দরকার ।কারণ Paytm এ monthly transaction হয় ৫০ হাজার টাকা কিন্তু যদি আপনার pan card থাকে তাহলে আপনি unlimited transaction করতে পারবেন ।তাহলে আশাকরি আপনি বা আপনারা বুঝতে পারলেন যে pan card করলে আপনার কত সুবিধা।

Pan card এর আবেদন করতে কি কি ডকুমেন্টস লাগবে:-

 
আপনি আমার পোস্টটি শেষ পর্যন্ত পড়লে আপনি pan card এর সম্পর্ক
 একটা ভালো ধরনা পাবেন তাই আমি আজ বলবো pan card এর আবেদন করতে প্রয়োজনীয় ডকুমেন্টস


১. প্রথমত আপনাকে দুটি কালারস পাসপোর্ট সাইজ ফটো লাগবে ।

২.আপনার আধার কার্ড এর এক কপি Xerox 

৩.pan Card এর আবেদনের জন্য একটা ফ্রম ।যেটা আপনি ক্যাফে গিয়ে পেয়ে যাবেন ।

এই সব ডকুমেন্ট গুলো থাকলেই আপনি pan card এর জন্য আবেদন করতে পারবেন ।

৪.আপনাকে ১১৩ টাকা লাগবে ।যেটা অফিসিয়াল চার্জ

কিভাবে আবেদন করতে হয় pan Card এর জন্য:-


আপনি ফ্রম পূরণ করে ফ্রম এর ডান ও বাম সাইড এ ফটো সাটিয়ে দিবেন ।এবং বাম সাইড এর ফটো তে কণা কনি সহি করবেন ।এবং ডান সাইড এ একটা বক্সের মধ্যে সহি করতে হবে ।এবং সর্বশেষ আপনি ফ্রমের শেষ পিস্টায় একটা সহি করবেন ।এবং সর্বশেষ pan card অফিস এ জমা দিয়ে আসবেন ।


Pan Card এর ফ্রম ফিলাপ কিভাবে করতে হয়:-


এইবার আসি আমরা মেন টপিক নিয়ে কিভাবে ফ্রম ফিলাপ করতে হয় ।

তো ফ্রম এর নাম ও নম্বর হচ্ছে 49A
APPLICATION FOR ALLOTMENT OF PERMANENT ACCOUNT NUMBER [In the case of Indian citizens/indian companies/entities incorporated in India/unincorporated entities formed in India]

SEE RULE 114.


1.Full name 
(full expanded name to be mentioned as appearing in proof of Identity/date of birth/address documents: initals are not permitted)

প্রথমে আপনি যদি ছেলে হন তাহলে আপনাকে বেছে নিতে হবে। আপনি যদি মেয়ে হয় তাহলে কুমারী বেছে নিতে হবে।
প্রথমে আপনার লাস্ট নেম বা সারনেম লিখতে হবে।
যদি আপনার নাম হয় নুর আলম তাহলে আপনাকে সারনেম হিসেবে আলম ব্যবহার করতে হবে।
তারপর আপনার প্রথম বা ফার্স্ট নেম লিখতে হবে তার মানে নুর ফার্স্ট নেম হিসেবে বসবে।
আর আপনার যদি মিডিল নেম বা মাঝখানের নাম থাকে যেমন শেখ সোহেব আক্তার। তাহলে মাঝের নাম হবে সহেব।
3. Have you ever been known by any other name:-আপনি কি কখনো অন্য কোন নামে পরিচিত হয়েছেন:-


যদি আপনার অন্য কোন নাম থাকে তাহলে আপনি সেখানে ইয়েস এ টিক মারবেন। আর যদি আপনার অন্য কোন নাম না থাকে তাহলে নো সিলেক্ট করবেন।


4. Gender(for individual applicants only)

MALE.         FEMALE.        TRANSGENDER

এইখানে আপনার লিঙ্গ বেছে নেবেন আপনি যদি ছেলে হয়ে থাকেন তাহলে মেল এ টিক মারবেন। আপনি যদি মেয়ে হয়ে থাকেন তাহলে ফিমেল  এ টিক মারবেন। আর আপনি যদি অন্য কিছু হয় তাহলে ট্রান্সজেন্ডার এ টিক করবেন।


5। Date of birth incorporation agreement partnership trust deed formation body of individual of association of person:-

এখানে আপনি আপনার জন্ম তারিখ লিখবেন যেটা আধার কার্ড আছে। প্রথমে কত তারিখে জন্মেছেন সেটা লিখবেন তার পর কোন মাসে জন্মেছেন সেটা লিখবেন তারপর কত বছর বা কোন বছরে জন্মেছেন বা কত সালে জন্মেছে সেটা লিখবে।

6. Details of parents (applicable only for individual applicants)


এখানে আপনার বাবা বা মায়ের ডিটেলস লাগবে।

এখানে আপনার বাবার বাবা মায়ের লাস্ট নেম বা সারনেম লিখতে হবে।
তারপর ফার্স্ট নাম  ও তার নিচে মিডিল নেম লিখতে হবে।
তারপর নিচে আপনার গার্জেন হিসাবে  যাকে বেছে নিয়েছেন সেই জায়গায় টিক মার্ক করতে হবে।



7. Address অ্যাড্রেস। 


প্রথমেই আপনার ব্লক এর নাম দিবেন ।

তারপর আপনার বাড়ির ঠিকানা দিতে হবে ।তারপর আপনার পোস্ট অফিস কোথায় সেটা লিখে দিতে হবে ।তারপর আপনার sub division কোথায় সেটা লিখে দিবেন ।তারপর আপনার district কোথায় সেটা লিখে দিবেন ।

তারপর নিচে আপনার স্টেট কোথায় সেটা লিখে দিবেন ।আপনার পিন কোড কত সেটা লিখে দিবেন ।তারপর আপনার দেশ কোথায় সেটা লিখে দিবেন ।

8.address for communication    RESIDENCE OFFICE


আপনি রেসিডেন্স এ টিক মার্ক করে দেবেন তাহলেই হবে ।

9। Telephone number and email id details

আপনি যদি ইন্ডিয়ান হন তাহলে আপনি আপনার নম্বর এর +91 লাগিয়ে আপনার মোবাইল নম্বর বসিয়ে দিবেন ।
তার নিচে আপনার ইমেল আইডি দিয়ে দিবেন ।
এই মোবাইল ও ইমেইল নেয়ার কারণ হলো আপনার স্ট্যাটাস চেক করা হবে ।


10.STATUS OF APPLICANT:-


আপনার কোন অপ্লিকান সেটা বেছে নিবেন আপনি individual বেছে নিবেন ।আর আপনি যদি  যার জন্য আবেদন করেছেন সেটা বেছে নিবেন ।

12। In case of a person who required what other number of enrollment ID of aadhaar application form as per section 139 AA

তারপর আপনার আধার  নম্বর  লিখে দিতে একদম সঠিক করে লিখবেন।
তারপর নিচে আপনার নাম  লিখবেন যেটা আধার কার্ড এ আছে সেটাই লিখতে হবে নাহলে কিন্তু আপনার pan card হবে না 



15. Documents submitted as proof of Identity POI proof of address POA and proof of date of birth

এইটা হচ্ছে লাস্ট স্টেপ এইখানে আপনি কি কি ডকুমেন্ট আপলোড করবেন ।আপনি সব গুলোতেই সাপোর্টিং ডকুমেন্ট  হিসাবে আধার কার্ড বেছে নিবেন ।তাহলে আপনার ফ্রম ফিলাপ complete হয়ে যাবে ।


তাহলে আসা করি আপনারা বুঝতে পারলেন কিভাবে ফ্রম ফিলাপ করতে হয় ।যদি আপনার বুঝতে কোনো অসুবিধা হয় তাহলে আপনাকে কমেন্ট বক্স এ জানাবেন ।আমি যত দূর পারবো সাহায্য করবো।

কত দিনের মধ্যে pan card  পোস্ট অফিসের মাধ্যমে আসে:-

আপনার pan card ৭ দিনের মধ্যে হয়েযায়।কিন্তু আসতে সময় লাগবে ১৪ দিনের মতো ।তাই আপনকে মোটামুটি ১৪ দিনের মতো অপেক্ষা করতে হবে ।তারপর আপনার কার্ড আপনার হাতে চলে আসবে ।

কিভাবে অনলাইনে pan card ডাউনলোড করতে হয়:

আপনার যদি pan card হয়ে যায় তাহলে আপনার মেইল বা ম্যাসেজ বক্স এ একটা pan card এর জন্য ম্যাসেজ আসবে ।সেই ম্যাসেজ এ একটা কোড লিখা থাকবে ।আপনি আপনার মোবাইল এ pan card ডাউনলোড সাইট এ গিয়ে আপনার কোড বসিয়ে দিলে আপনার কার্ড ডাওনলোড হয়ে যাবে ।তাহলে pan card কি করতে হয় আজ আমি ফুল ডিটেইল আপনাদের সামনে বললাম ।

Pan Card এর ভুল সংশোধন কিভাবে করা যায়:-

 
Pan Card এর ভুল ঠিক করতে গেলে আপনার ১১৩ টাকার মতো খরচ হবে ।সেটা অনলাইনের মাধ্যমে হবে আপনার সঠিক ডিটেইল নিয়ে আসতে হবে ।মানে আপনার আধার কার্ড টা যেনো সঠিক হয় তাহলে আপনার pan card ঠিক হবে ।



আজকের মত এইখানেই শেষ করলাম আরো নতুন নতুন খবর পেতে আমাদের ব্লগটিকে ফলো করুন







0 Response to "PAN কার্ড কিভাবে বানাতে হয় ও PAN কার্ড বানাতে কি কি ডকুমেন্ট লাগে"

Post a Comment

Thank you

Iklan Atas Artikel

Iklan Tengah Artikel 1

Iklan Tengah Artikel 2

Iklan Bawah Artikel