Madhyamik bangali Bohurupi suggestion ।দশম শ্রেণী বাংলা বহুরুপী গল্প সাজেশন।


দশম শ্রেণী বাংলা বহুরুপী গল্প সাজেশন।

Madhyamik bangali Bohurupi suggestion 2022


জানুয়ারি 2022 মাসের লাস্ট সাজেশন নিয়ে হাজির হলাম আজ আমি তোমাদের লাস্ট বহুরূপী গল্পের জানুয়ারি সাজেশন 2022 নিয়ে হাজির হয়েছি । আজ আমি তিনটা টপিক নিয়ে আলোচনা বা সাজেশন দেবো । 

প্রথম: বহুরূপী গল্পের অতিসংক্ষিপ্ত সাজেশন। 

দ্বিতীয়: বহুরূপী গল্পের সংক্ষিপ্ত সাজেশনতৃতীয়:বহুরূপী গল্পের রচনাধর্মী সাজেশন

আজ আমি যে সাজেশন গুলি দিয়েছি সেগুলো খুব কাজে আসবে তোমাদের তাই আমি বলে রাখছি যে  তোমরা ভালো করে আমার দেয়া সাজেশন গুলো মুখস্থ করো তাহলে নিশ্চই মাধ্যমিক বাংলা 2022 পরীক্ষায় ভালো নম্বর তুলতে পারবে।

TABLE:-

দশম শ্রেণী বাংলা বিষয়ের গল্পের সাজেশন।
দশম শ্রেণী বাংলা বহুরূপী গল্পের সাজেশন ।
মাধ্যমিক বাংলা সাজেশন।
মাধ্যমিক লাস্ট মিনিট বহুরূপী গল্পের সাজেশন।
বহুরূপী গল্পের SAQ প্রশ্নের উত্তর ।
বহুরূপী গল্পের SAQ সাজেশন 2022।
বহুরূপী গল্পের রচনাধর্মী সাজেশন 2022।
বহুরূপী গল্পের অতি সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর সহ সাজেশন।



👉বাংলা বহুরূপী গল্পের SAQ সাজেশন 2022

1. বহুরূপী গল্পটি লেখক কে?

উত্তর:-বহুরূপী গল্পটি লেখক সুবোধ ঘোষ ।

2. বহুরূপী গল্পটির উৎস কোথায়?

উত্তর:-সুবোধ ঘোষের গল্প সমগ্র থেকে তৃতীয় খন্ড থেকে!

3. হরিদ্বার ঘর কোথায় ছিল?

উত্তর:-শহরের সবচেয়ে সরু গলিটার ভিতরে!

4. সন্ন্যাসী একমাত্র কাকে তার পদধূলি দিয়েছিলেন

উত্তর:-জগদীশবাবু কে ।

5. জগদীশবাবু সন্ন্যাসীর ঝোলার ভিতরে জোর করে কি ফেলে দেন

উত্তর:-100 টাকার নোট

6. কাশীনাথ কে ছিলেন?

উত্তর:-বাসের ড্রাইভার!

7. খুব হয়েছে হরি এই বার সরে পড়ো । অন্যদিকে যাও কথাটি কে বলেছেন?

উত্তর:-বাসের ড্রাইভার কাশীনাথ!

8. বাসের যাত্রীরা কেউ হাসে, কেউবা বেশ বিরক্ত হয় কেউ আবার বেশ বিস্মিত-বাসযাত্রীরা এমন প্রতিক্রিয়া কি কারনে করেছেন?

উত্তর:-বাসের ড্রাইভার কাশীনাথ ধমক দেওয়ার পর তারা বহু সরিতা কে চিনতে পেরেছিল তার জন্য!

9.সপ্তাহে কদিন হরিদা বহুরূপী সেজে বাইরে যান?

উত্তর:-একদিন

10. জগদীশ বাবুর বাড়িতে সন্ন্যাসির কতদিন ছিলেন?

উত্তর:-সাত দিন

11. হরিদ্বার বাড়িতে কজন আড্ডা দিতে?

উত্তর:-চারজন

12. সে ভয়ানক দুর্লভ জিনিস-ভয়ানক দুর্লভ জিনিসটা কি?

উত্তর:-হিমালয় থেকে আসা সন্ন্যাসীর পদধূলি!

13. জগদীশ বাবুর বাড়িতে আসা সন্ন্যাসী কোথায় থাকতেন?

উত্তর:-হিমালয়ের গুহাতে।

14. জগদীশ বাবুর বাড়িতে আসা সন্ন্যাসী সারাবছর কি খেতেন?

উত্তর:-একটি হরিতকী

15. জগদীশ বাবুর বাড়িতে সন্ন্যাসির এসেছিল তার বয়স কত ?

উত্তর:-হাজার বছরেরও বেশি

16. বড় মানুষের কাণ্ডের খবর-এখানে বড় মানুষ বলতে কার কথা বোঝানো হয়েছে?

উত্তর:-জগদীশবাবু

17. বাজির ছদ্মবেশে হরিদার রোজগার কত হয়?

উত্তর:-8 টাকা দশ আনা

18. জগদীশবাবু বিরাগী কে কত টাকা প্রনামী দিতে এসেছিলেন?

উত্তর:-101 টাকা

19. সাদা উত্তরীয় টা কোথায় পড়েছিল?

উত্তর:-মাদুরের ওপর !

20. তাতে যে আমার ঢং নষ্ট হয়ে যায়-বক্তা কে?

উত্তর:-হরিদা

21. অদৃষ্ট কখনো হরিদার এই ভুল ক্ষমা করবে না-কোন ভুল?

উত্তর:-জগদীশবাবু যে 100 টাকা দিতে চেয়েছিলেন সেটার হরিদ্বার না নেয়ার  জন্য ।

22. হরিদ্বার জগদীশ বাবুর বাড়িতে আবার কি কারনে ফিরে যেতে চেয়েছিলেন?

উত্তর:-বকশিশ দাবি করতে

23. আক্ষেপ করেন হরিদা-আক্ষেপের কারণ কি?

উত্তর:-সন্ন্যাসী পায়ের ধুলো না নেওয়া!

24. আমি বিরাগী-নামে কোন রিপু আমার নেই

উত্তর:-রাগ 

25. বিরাগী জগদীশবাবুর থেকে কি চেয়ে ছিলেন?

উত্তর:-ঠান্ডা জল

26. কেকো তোকে কানের কাছে ফিসফিস করে বলে নানা হরিদা নয়! হতেই পারে না?

উত্তর:-ভবতোষ

27. ভবতে যে কানের কাছে কে বলেছিল-এসব ভাষা হরিদ্বার মুখের ভাষা হতে পারে না?

উত্তর:-অনাদি!

28. কি কারনে জগদীশবাবুর হাতদুটো ছটফট করতে শুরু করেছে?

উত্তর:-বিরাগী পা স্পর্শ করার জন্য।

29. দুই হাত জোড় করা জগদীশবাবু প্রাণের অনুরোধ কি ছিল?

উত্তর:-জগদীশবাবু বিরাগী জিকে কয়েকটি দিন তার বাড়ীতে থাকার জন্য!

30.  বিরাগীর মতে তার থাকার স্থান কোথায়?

উত্তর:-বাইরের খোলা আকাশ ও ধরিত্রীর মাটি।


আরোও পড়ুন:-দ্বাদশ শ্রেণী ভাত গল্পের সকল সাজেশন 2022।Hs bangali vaat  story suggetion 2022


1.' দোকানদার হেসে ফেলে হরির কাণ্ড' - হরি কী কান্ড করেছিল? সেই কান্ডের বর্ণনা দাও।

2.এবার মারি তো হাতি লুঠি তো ভাণ্ডার' - কে কাকে একথা বলেছে? এমন মন্তব্য কেন করা হয়েছে ?

3.তাতে যে আমার ঢং নস্ট হয়ে যায়' - ঢং বলতে কী বোঝানো হয়েছে ? ঢং কী কারণে নষ্ট হবে?

4.কী অদ্ভুত কথা বললেন হরিদা' - প্রসঙ্গ নিৰ্দেশ সহ অদ্ভুত কথার পরিচয় দাও।

5.আপনি কী ভগবানের চেয়ে বড়ো কাকে একথা বলা হয়েছে ? তাকে একথা বলার কারণ কী?

6.হরিদা পুলিশ সেজে কোথায় দাঁড়িয়েছিলেন? তিনি কীভাবে মাস্টারমশাইকে বোকা বানিয়েছিলেন?

7.অদৃষ্ট কখনও হরিদার এই ভুল ক্ষমা করবে না' হরিদা কী ভুল করেছিলেন? অদৃষ্ট ক্ষমা না করায় হরিদার কী পরিনাম হল?

8.বহুরূপী' গল্পে জগদীশবাবুর বাড়িতে হরিদা বিরাগী বেশে যাওয়ার পর যে ঘটনা ঘটেছিল তার বিবরণ দাও

9.হরিদার জীবনে সত্যিই একটা নাটকীয় বৈচিত্র্য আছে' হরিদার জীবনে যে নাটকীয় বৈচিত্র্যের পরিচয় পাওয়া যায় তা লেখো।





0 Response to "Madhyamik bangali Bohurupi suggestion ।দশম শ্রেণী বাংলা বহুরুপী গল্প সাজেশন।"

Post a Comment

Thank you

Iklan Atas Artikel

Iklan Tengah Artikel 1

Iklan Tengah Artikel 2

Iklan Bawah Artikel