দ্বাদশ শ্রেণী ভাত গল্পের সকল সাজেশন 2022।Hs bangali vaat story suggetion 2022


দ্বাদশ শ্রেণী ভাত গল্পের সকল সাজেশন 2022


Hs bangali vaat story suggetion 2022



TABLE :-

দ্বাদশ শ্রেণীর বাংলা ভাত বিষয়ের সকল প্রশ্নের সাজেশন ।বাংলা ভাত গল্পের বড়ো প্রশ্নের উত্তর ।বাংলা mcq সাজেশন ।বাংলা ভাত saq সাজেশন । উচ্চমাধ্যমিক বাংলা ভাত গল্পের সাজেশন ।west bengal board of Higher secondary education Bangali suggestion 2022 ।

দ্বাদশ শ্রেণী ভাত গল্পের সকল সাজেশন 2022

Hs bangali vaat  story suggetion 2022


ভাত (গল্প)  MCQ, সংক্ষিপ্ত, অতি সংক্ষিপ্ত এবং রচনাধর্মী প্রশ্ন ও উত্তর – উচ্চমাধ্যমিক দ্বাদশ শ্রেণীর বাংলা সাজেশন |

ভাত গল্পের বড়ো প্রশ্নের সাজেশন 

1. ভাত গল্প অবলম্বনে উৎসব এর চরিত্রটি আলোচনা কর।

2.সকাল হতেই বোঝা গিয়েছিল সর্বনাশের বহর খানা/উৎসবের সংসার মাটিতে লুটোপুটি গেল-দুর্যোগের বর্ণনা দাও?

3. আসল বাদার খোঁজ করা হয়না উৎসবের/সে বাদাতা বড় বাড়িতে থেকে যায় অচল হয়ে "আসল বাদা কোনটি? উৎসব কেন তা খুঁজতে চেয়েছিলাম? কেন খুঁজে পাইনি?

4. দাঁতগুলো বের করে সে কামড়ের মত হিংস্র ভঙ্গি করে"-কে, কার প্রতী কেন এমন আচরণ করেছিল?

5. মহেশ্বেতা দেবী রচিত ভাত গল্পের নামকরণের সার্থকতা আলোচনা করো?

6. বাদার ভাত খেতে গেলে তবে সে আসল বাদার খোঁজ পেয়ে যাবে একদিন"-বাদা কাকে বলে? উদ্দিষ্ট ব্যক্তির এরকম মনে হওয়ার কারণ কি?

7. যা আর নেই, জাঝর জল মাথা ঘুরে গেছে তাই খুঁজে খুঁজে উৎসব পাগল হয়েছিল"-দুর্যোগের বর্ণনা দাও! দুর্যোগ উৎসব কে কিভাবে প্রভাবিত করেছিল?

8. এ সংসারে সবকিছুই চলে বড় পিসিমা নিয়মে"-বড় পিসিমা কে? গল্পে তার চরিত্রের কি পরিচয় পাওয়া যায়?


আরোও পড়ুন"-দ্বাদশ শ্রেণী শিক্ষাবিজ্ঞান অধ্যায় ভিত্তিক সাজেশন 2022।

আরোও পড়ুন"-জীবন বিজ্ঞান মাধ্যমিক সাজেশন 2022।

ভাত গল্পের SAQ সাজেশন 

1. দূরদর্শী লোক ছিলেন"-দূরদর্শী লোকটি কে?

উত্তর:-বুড়ো বুড়ো কর্তার কথা বলা হয়েছে। মানে পিসিমার বাবার কথা বলা হয়েছে।

2. কেনা চাল নয়"-চাল কোথা থেকে আসে?

উত্তর:-বাদা থেকে আসে

3. রেঁধে বেড়ে  শাশুড়িকে খাওয়ানো তার কাজ"-কার কাজ

উত্তর:-মেজ বউ এর কাজ

4. ভাত গল্পের বড় কর্তা কতগুলি দেবত্র বাড়ির উল্লেখ করা হয়েছে?

উত্তর:-18 খানা বাড়ির উল্লেখ করা হয়েছে।

5. এক তান্ত্রিক এনেছেন"-তান্ত্রিক এনেছেন?

উত্তর:-ছোট বউ এর বাবা।

6. ভজন চাকর কি আনতে গিয়েছিলো?

উত্তর:-কালো বিড়ালের লোম

7. বাসিনী ব্যাগতা করি তোর"-বক্তা কে?

উত্তর:-উৎসব 

8. সকাল হতেই বোঝা গিয়েছিল"-কী বোঝা গিয়েছিল?

উত্তর:-সর্বনাশের বহর।

9. শ্রাদ্ধশান্তি করার জন্য গ্রামের লোক কাকে খবর দিয়েছিল?

উত্তর:-মহানাম সৎপতি কে

10. বড় উতলা করে"-কি উতলা করে?

উত্তর:-ফুটন্ত ভাতের গন্ধ

11. অতি গোপনে বাসিনি উৎসবকে কি খেতে দিয়েছিল?

উত্তর:-ছাতু খেতে দিয়েছিল

12. উৎসব কত টা কাঠ কেটেছিল?

উত্তর:-আড়াই মন।

13. ডাক্তার কে কল দিন"-কথাটি কে কাকে বলেছিল?

উত্তর:-নার্স 

14. বুড়ো কর্তা কত বছর বয়সে মারা গেল?

উত্তর:-82 বছর

15. বুড়ো কর্তা কত বছর বেঁচে থাকার কথা ছিল?

উত্তর:-98 বছর

16. রাতে রাতে কাজ সারতে না পারলে কি হবে?

উত্তর:-দোস লাগবে।

17. বাড়ি থেকে কখন শবদেহ বের করা হয়?

উত্তর:-রাত একটার পর!

18. ভোরের ট্রেনে চেপে উৎসব কোথায় যাবে?

উত্তর:- কানিং

19. খুবই অদ্ভুত কথা"-অদ্ভুত কথাটি কি?

উত্তর:-অদ্ভুত কথাটি হলো বড়লোক বাড়ির মেয়ে হওয়া সত্ত্বেও পিসিমা বিয়ে হয়নি।

20.শেষ খোঁচাটা মারেন"-কে শেষ খোঁচাটা মারেন? কথাটা কি ছিল?

উত্তর:-শেষ কথাটা আমার বড় পিসিমা!

তার শেষ খোঁচাটা ছিল---তোমার শশুরে মরতে বসেছে বাচ্চা! সেজন্যেই হোম যজ্ঞ হচ্ছে! তার জন্য একটা লোক খাবে!

21. ঠিক কি কারণে বাড়ির ছেলেরা কাজ করে না?

উত্তর:-বাবার প্রচুর সম্পত্তি, আঠারোটা দেবত্র বাড়ি আর বাধা অঞ্চলে প্রচুর জমি আছে-ফলের টাকা পয়সাও অর্থ-সম্পদের কোন চিন্তা নেই তাই তারা কোনো কাজ করিনি!

22. ভাবতে চেষ্টা করে"-কে কি ভাবতে সচেষ্ট হয়?

উত্তর:-বাড়ির বড় বউ ভাবতে ভাবতে চেষ্টা করেন যে বাবা না থাকলে কি হবে। তখন চাঁদ সূর্য উঠবে কিনা সেটা।

23. একদিন তুমুল ঝড় বৃষ্টি"-ঝড়-বৃষ্টির প্রভাবে কি হলো?

উত্তর:-ঝড়-বৃষ্টি প্রভাবে মাতলা নদীর জল বাতাস বুকে ছটফটিয়ে উথে। উৎসবের বউ ছেলেমেয়েকে ও ঘরদোর ভাসিয়ে নিয়ে গিয়েছিল।

24. সাধন বলে"-সাধন কি বলেছিল?

উত্তর:-সাধন বলেছিল যে মাতলা নদীর জোয়ার উৎসব কেউ টেনে নিয়ে যাচ্ছিল তবে গাছ থাকার জন্য সে বেঁচে যায়.

25.তাস পেটানো ছেলেগুলি অস্বস্তিতে পড়ে"-তাদের অস্বস্তির কারণ কি?

উত্তর:-উচ্চ কানছে কেন তার উত্তর এসেছে নাই আবার থেকে আসছেন ঝড় জলে তার সবকিছু বিনাশ হয়ে গেছে-একথা শুনে তারা অস্বস্তিতে পড়ে

26. সে স্বর্গ সুখ পায়"-কে কিসের স্বর্গ সুখ পেল?

উত্তর:-হাড়িপট্টি ভাতের মধ্যে হাত ঢুকিয়ে উৎসব স্বর্গসুখ পেয়েছিল!

27. তুমি কি বুঝবে সতীশবাবু"-কিনা বলে কথা বলা হয়েছে?

উত্তর:-সতীশবাবু নদীর পাড়ে মাটির ঘরে থাকে না বলে সেখানে বাস করার দুঃখ-কষ্ট সতীশবাবু না বোঝার কথা বলা হয়েছে।

28. উৎসব তাড়াতাড়ি হাত চালায়"-উচ্চতা তাড়াতাড়ি হাত চালায় না কারণ কি?

উত্তর:-উৎসব জেনেছিল জেকাট কাটলে হম হবে । হোম শেষ হলে ভাত পাওয়া যাবে। সে ভাত পাওয়ার আশায় উৎসব তাড়াতাড়ি হাত চালিয়েছিল

29. এসব কথা শুনে উৎসব বুকে বল পাই"-কোন কথায় উৎসব বল পাই

উত্তর:-ভাচ্চিনে সঙ্গে বড় মেজ বইয়ের যে কথা হয়েছিল উৎসব বুঝতে পারে রান্না শেষ। এখন ভাত পাওয়া যাবে তাই।

30. তান্ত্রিকের নতুন বিধানটি কি ছিল?

উত্তর:-নতুন বিধানটি হলো সমস্ত কিছু রান্না হলেও হোম যজ্ঞ না হওয়া পর্যন্ত কিছুই খাওয়া যাবেনা দেখে দিতে হবে


ভাত গল্প MCQ সাজেশন 

1.উৎসবকে বড় বাড়িতে কে নিয়ে এসেছিল

ক) ভজন চাকর! খ) তান্ত্রিক! গ) বাসিনী  ঘ) ছোট বউ এর  বাবা ।

2. বড় বাড়িতে কনক পানি চালের ভাত রান্না হয়"-

ক) বামুন চাকুরেদের জন্য । খ) মেজো আর ছোট জন্য) বড় বাবুর জন্য ঘ) নিরামিষ ডাল তরকারি সঙ্গে খাবার জন্য ।

3. এবারের ছেলেদের চাকরি করা হয়ে ওঠেনি কারণ"-

ক) তারা ঘর জামায় থাকে খ) তারা 11 টার আগে ঘুম থেকে উঠে না  গ) তারা অসুস্থ  ঘ) তারা বাড়ির কাজে ব্যস্ত ।

4. বড় বাড়িতে মেজো আর ছোট ছেলের জন্য 12 মাস কন চাল রান্না হয় :-

ক) ঝিঙ্গে সাল ) পদ্ম জালি গ) রাম সাল  ঘ) কনক পানি

5. কনক পানি চালের ভাত খান:-

ক) বড়বাবু  খ) ছোট বাবু  গ) মেজ বাবু  ঘ) পিসিমা 

6. রাস্তার দোকান থেকে চা আসতে থাকে কেন?

ক) বাড়িতে সবাই কাজে ব্যস্ত থাকার জন্য! খ) বাড়িতে উনুন জ্বলবে না বলে ) বাড়িতে চা এর সরঞ্জাম ছিল না ঘ) বাড়িতে চা করতে কেউ জানত না ।

7. রাতে কাজ সারতে হবে কারণ কি ছিল?

ক) সৎকারের বাইরের লোকের বাধা আসবে। খ) সব বাহকদের রাতে ছড়া পাওয়া যাবে না । গ) আবহাওয়া ভালো নেই ঘ) নইলে দোষ লাগবে

8. তাই বড় বউ জানতো না:-বড় বউ কি জানতো না?

ক) বাড়িতে পূজার্চনা হচ্ছে খ) পিসিমা অবিবাহিত গ) বুড়ো কর্তার লিভার ক্যান্সার হয়েছে  ঘ) উৎসব কাজ করতে এসেছে

9. আমন বড়লোক হয়ে পড়া মেয়ের বিয়ে দেয়নি ওরা মেয়ের বিয়ে দেয়নি কারণ?

ক) সংসারের কাজের জন্য! খ) বুড়ো কর্তা কে দেখভালের জন্য গ) মেয়ে বিয়েতে রাজি না হওয়ার জন্য. ঘ) দেবতা সেবা করার জন্য ।

10. বুড়ো কর্তার মৃতদেহ সৎকার কখন নিয়ে যাওয়া হয়?

ক) দুপুর দুটোর সময়  খ) রাত একটার পর  গ) সকালবেলায় ঘ) রাত দশটায় 

11. বুড়ো কর্তার কোথায় ক্যান্সার হয়েছিল ?

ক) লিভারে খ) পায়ে গ্) গলায় ঘ) ব্রেনে 

12. উৎসব তাড়াতাড়ি হাত চালায় 

ক) হমের কাঠের সেগুলো প্রয়োজন  খ) কাঠ কাটলে হুম, হোম হলে ভাত জুটবে গ) খুব শীঘ্র তাকে বাইরে যেতে হবে। ঘ) গাছ কাটলে তবে তার রান্না হবে

13.

14. 

15. 


Tags:- ভাত গল্পের সকল প্রশ্নের সাজেশন 2022। উচ্চমাধ্যমিক ভাত গল্প । দ্বাদশ শ্রেণী ভাত গল্পের MCQ । দ্বাদশ শ্রেণী ভাত গল্পের SAQ প্রশ্ন। 2022 বাংলা সাজেশন । মহেশ্বতা দেবী ভাত গল্পের সাজেশন 2022। উচ্চমাধ্যমিক  পশ্চিমবঙ্গ বোর্ডের সাজেশন 2022।





0 Response to "দ্বাদশ শ্রেণী ভাত গল্পের সকল সাজেশন 2022।Hs bangali vaat story suggetion 2022"

Post a Comment

Thank you

Iklan Atas Artikel

Iklan Tengah Artikel 1

Iklan Tengah Artikel 2

Iklan Bawah Artikel