দ্বাদশ শ্রেণী রাষ্ট্রবিজ্ঞান অধ্যায়ভিত্তিক সাজেশন 2022


দ্বাদশ শ্রেণী রাষ্ট্রবিজ্ঞান অধ্যায়ভিত্তিক সাজেশন 2022

----------------------------------------------------

1. আন্তর্জাতিক সম্পর্ক
5. কয়েকটি প্রধান রাজনৈতিক মতাদর্শ
6. সরকারের বিভিন্ন বিভাগ
7. ভারতের শাসন বিভাগ ও রাজ্যের শাসন বিভাগ
8. ভারতের আইন বিভাগ ও রাজ্যের আইন বিভাগ
9. ভারতের বিচার বিভাগ
10. স্থানীয় স্বায়ত্তশাসন ব্যবস্থা

----------------------------------------------------

----------------------------------------------------

আন্তর্জাতিক সম্পর্ক :-

প্রথম অধ্যায় :আন্তর্জাতিক সম্পর্ক অধ্যায়ের সাজেশন 2022

----------------------------------------------------

1. আন্তর্জাতিক সম্পর্কের সংজ্ঞা দাও? আন্তর্জাতিক রাজনীতি ও সম্পর্কের মধ্যে পার্থক্য লেখ

2. বিশ্বায়ন কি? বিশ্বায়নের ধারণা প্রকৃতি ও প্রভাব আলোচনা করো?

3. ক্ষমতা কাকে বলে? ক্ষমতার উপাদান গুলি লেখ

4. জাতীয় স্বার্থের সংজ্ঞা দাও? জাতীয় স্বার্থ রক্ষার উপায় গুলি সংক্ষেপে আলোচনা করো?




----------------------------------------------------

কয়েকটি প্রধান রাজনৈতিক মতাদর্শ

পঞ্চম অধ্যায় :কয়েকটি প্রধান রাজনৈতিক মতাদর্শ অধ্যায়ের সাজেশন 2022

----------------------------------------------------

1. মার্কসের রাষ্ট্র তত্ত্বটি আলোচনা করো

2. মার্কসের ঐতিহাসিক বস্তুবাদ তত্ত্বটি আলোচনা করো

3. মার্কসের দ্বন্দ্বমূলক বস্তুবাদ তত্ত্বটি আলোচনা করো

4. উদারনীতিবাদ কাকে বলে ?বৈশিষ্ট্য গুলি আলোচনা করো

5. গান্ধীজীর অহিংস সত্যাগ্রহ ধারণা কি? গান্ধীজীর রাষ্ট্রচিন্তার মূল ভাবনা ব্যাখ্যা করো 


----------------------------------------------------

ভারতের শাসন বিভাগ ও রাজ্যের শাসন বিভাগ

সপ্তম অধ্যায় :ভারতের শাসন বিভাগ ও রাজ্যের শাসন বিভাগ অধ্যায়ের সাজেশন 2022

----------------------------------------------------

1. ভারতের প্রধানমন্ত্রীর ক্ষমতা ও কার্যাবলী আলোচনা করো?

2. ভারতের অঙ্গরাজ্যের রাজ্যপালের ক্ষমতা, কার্যাবলী ও পদমর্যাদা আলোচনা করো?

3. ভারতের অঙ্গরাজ্যের মুখ্যমন্ত্রীর ক্ষমতা ও পদমর্যাদা আলোচনা করো?

4. ভারতের রাষ্ট্রপতি ক্ষমতা ও কার্যাবলী ও পদমর্যাদা আলোচনা করো


----------------------------------------------------
ভারতের আইন বিভাগ ও রাজ্যের আইন বিভাগ

অষ্টম অধ্যায় :ভারতের আইন বিভাগ ও রাজ্যের আইন বিভাগঅধ্যায়ের সাজেশন 2022

----------------------------------------------------

1. ভারতীয় সংসদীয় ব্যবস্থার লোকসভার অধ্যক্ষ বা স্পিকার এর ভূমিকা/পশ্চিমবঙ্গের বিধানসভার অধ্যক্ষের ভূমিকা ব্যাখ্যা করো?

2. ভারতের লোকসভা ও রাজ্যসভার শাসনতান্ত্রিক সম্পর্ক ব্যাখ্যা করো?

3. পার্লামেন্টের বিল পাসের পদ্ধতি আলোচনা করো?

4. অর্থবিল কাকে বলে? লোকসভায় কিভাবে অর্থবিল পাস হয়?


-----------------------------------------------------------
ভারতের বিচার বিভাগ

নবম অধ্যায় :ভারতের বিচার বিভাগঅধ্যায়ের সাজেশন 2022

-----------------------------------------------------------

1. ভারতের হাইকোর্টের গঠন ও কার্যাবলী লেখ

2. ভারতের লোক আদালতের গঠন ও কার্যাবলী লেখ

3. ভারতের বিচার ব্যবস্থার বৈশিষ্ট্য গুলি আলোচনা করো?

4. ভারতের সুপ্রিম কোর্টের গঠন ও কার্যাবলী লেখ?




আন্তর্জাতিক সম্পর্ক SAQ সাজেশন 2022

আন্তর্জাতিক সম্পর্ক SAQ প্রশ্ন উত্তরসহ


1. আন্তর্জাতিক সম্পর্কের পথচলার শুরু হয় কবে থেকে

উত্তর:-ওয়েস্টফেলিয়া শান্তি চুক্তির সময় থেকে! 1648 খ্রিস্টাব্দে

2. আন্তর্জাতিক সম্পর্কে পর্যালোচনা গুরুত্ব লাভ করে কবে থেকে?

উত্তর:-প্রথম বিশ্বযুদ্ধের পর থেকে (1919)

3. আন্তর্জাতিক সম্পর্ক কথাটি সর্বপ্রথম কে ব্যবহার করেন?

উত্তর:-জেরেমি বেন্থাম

4. অধ্যাপক হলস্টির মতে আন্তর্জাতিক সম্পর্ক কি?

উত্তর:-আন্তর্জাতিক সম্পর্ক হল দুই বা তার বেশি রাষ্ট্রের মধ্যে গড়ে ওঠা সম্পর্কে পারস্পরিক ক্রিয়া প্রতিক্রিয়া!

5. আন্তর্জাতিক সম্পর্কের বাস্তববাদী দৃষ্টিভঙ্গির মুখ্য প্রবক্তা কে?

উত্তর:-হানস যে মর্গেন্থাও

6. আন্তর্জাতিক সম্পর্কের নয়া বাস্তববাদ এর মুখ্য প্রবক্তা কে?

উত্তর:-কেনেথ ওয়ালজ

7. আন্তর্জাতিক সম্পর্কে বহুত্ববাদী তত্ত্ব বলতে কি বুঝ?

উত্তর:-1970 খ্রিস্টাব্দের পর বাস্তববাদের রাষ্ট্রকেন্দ্রিক আন্তর্জাতিক রাজনীতির বিরুদ্ধে প্রতিবাদী আন্দোলনের সূচনা হয় তাকে বহুত্ববাদী তত্ত্ব বলে।

8. মর্গেন্থাও এর মতে ক্ষমতা কাকে বলে?

উত্তর:-ক্ষমতা হলো অন্যের মৌন কাজ কর্মের অপর একজন মানুষের নিয়ন্ত্রণ!

9. অধ্যাপক এ এইচ কার আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রে ক্ষমতা কে কয় ভাগে ভাগ করে?

উত্তর:-তিন ভাগে ১. সামরিক ক্ষমতা ২. অর্থনৈতিক ক্ষমতা ৩. জনমত গঠনের ক্ষমতা!

10. বিশ্বায়ন ধারণাটি প্রথম প্রবক্তা কে?

উত্তর:-রোলাল্ড রবার্টসন


সরকারের বিভিন্ন বিভাগ SAQ সাজেশন

সরকারের বিভিন্ন বিভাগ SAQ প্রশ্ন উত্তর সহ

1. গণতান্ত্রিক সরকারের কয়টি বিভাগ এবং কি কি?

উত্তর:-সরকারের তিনটি বিভাগ 
১. আইন বিভাগ। ২. শাসন বিভাগ। ৩. বিচার বিভাগ

2. ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতির মুখ্য প্রবক্তা কে?

উত্তর:-মন্তেস্কু


3. ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতির পক্ষে দুটি যুক্তি লেখ?

উত্তর:-১. সরকারের স্বৈরাচারী প্রবণতা রোধ করা সম্ভব হয়!
      ২. সরকারের তিনটি বিভাগের কর্মদক্ষতা বৃদ্ধি পাই

4. ব্যাপক অর্থে শাসন বিভাগ বলতে কী বোঝো?

উত্তর:-ব্যাপক অর্থে শাসন বিভাগ বলতে রাষ্ট্রপ্রধান পরিচালক মন্ত্রীগণ থেকে শুরু করে প্রশাসনের সঙ্গে যুক্ত সকল স্থায়ী কর্মচারী কি বুঝায়

5. শাসন বিভাগের দুটি কাজ উল্লেখ করো?

উত্তর:-1.নীতি নির্ধারণ ও রূপায়ণ করা
          2.দেশের শান্তি-শৃঙ্খলা বজায় রাখা

6. স্থায়ী প্রশাসক বা রাষ্ট্রকর্তৃক বলতে কী বোঝো?

উত্তর:-রাষ্ট্রের প্রশাসনিক কাজে প্রতিযোগিতামূলক পরীক্ষার মাধ্যমে স্থায়ীভাবে নিযুক্ত অরাজনৈতিক কর্মচারীদের স্থায়ী প্রশাসক বলা হয়।

7. আমলাতন্ত্র বলতে কি বুঝায়?

উত্তর:-রাষ্ট্রের প্রশাসনিক কাজে নিযুক্ত রাষ্ট্রকর্তৃক দ্বারা পরিচিত প্রশাসনিক ব্যবস্থা কে বলা হয়

8. রাজনৈতিক প্রশাসক বলতে কী বোঝো?

উত্তর:-শাসন বিভাগের যে সমস্ত ব্যক্তি জনগণের ভোটের মাধ্যমে নির্বাচিত হন তাদের রাজনৈতিক প্রশাসক বলা হয় !

9. এক কক্ষ বিশিষ্ট আইনসভার পক্ষে দুটি যুক্তি লেখ?

উত্তর:-১. অপচয় আশঙ্কা থেকে মুক্ত থাকে ২. দ্রুত সিদ্ধান্ত গ্রহণে উপযোগী!

10.দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভার পক্ষে দুটি যুক্তি লেখ?

উত্তর:-সুনিশ্চিত ভাবে আইন প্রণয়নের সম্ভাবনা থাকে ২. আইনসভা স্বৈরাচারী প্রবণতা রোধ করা সম্ভব 
________________________________________

আরোও পড়ুন:-দ্বাদশ শ্রেণীর দর্শন বিষয়ের অধ্যায় ভিত্তিক সাজেশন 2022 










1 Response to "দ্বাদশ শ্রেণী রাষ্ট্রবিজ্ঞান অধ্যায়ভিত্তিক সাজেশন 2022"

Thank you

Iklan Atas Artikel

Iklan Tengah Artikel 1

Iklan Tengah Artikel 2

Iklan Bawah Artikel